নাসার যানের চোখে মঙ্গলের বিশেষ পাথর, ছবি – সৌজন্যে – নাসা ডট গভ
মঙ্গলকে প্রতিদিনই নতুন করে চেনাচ্ছে সেখানে ঘুরে বেড়ানো রোভারগুলি। পারসিভিয়ারেন্স যার অন্যতম। নাসার এই রোবট যান মঙ্গলের মাটিতে ঘুরছে। কখনও গর্তে নেমে যাচ্ছে। তারপর উঠে আসছে। আবার পাহাড়ে চড়ছে। সেখান থেকে নেমে আসছে।
খোলা প্রান্তরে পৌঁছে যাচ্ছে। আর যেটাই করছে, সেখান থেকে পাওয়া তথ্য বিজ্ঞানীদের সমৃদ্ধ করছে। লাল গ্রহকে নতুন করে চেনাচ্ছে। এবার পারসিভিয়ারেন্স তার পায়ের তলায় যা দেখল তার ছবি তুলে নিল সে।
বেশ অবাক করা চিত্র। পারসিভিয়ারেন্স যেখানে অবস্থান করছিল সেখানে চারধারে ছড়িয়ে ছিল অগুন্তি ছোট আকারের গোলাকার পাথর। যাকে সাধারণ মানুষ নুড়ি পাথর বলেই জানেন। সেই নুড়ি পাথরগুলি আবার রংয়ের দিক থেকে বেশ কয়েক রকম।
পারসিভিয়ারেন্স অবস্থান করছিল রোজেল পাহাড়ে। মঙ্গলের মাটিতে এই পাহাড়ি এলাকায় পারসিভিয়ারেন্স একটি জায়গায় এমন প্রচুর নুড়ি পাথরের সন্ধান পেয়েছে। এই নুড়িগুলি আশপাশের অতিকায় সব পাথরের থেকে খসে পড়েই তৈরি হয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
তাঁদের ধারনা, কোনও গ্রহাণুর আছড়ে পড়া বা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে এই নুড়িগুলি তৈরি হয়ে থাকতে পারে। কিন্তু এমন নুড়ি পাথরের সন্ধান বেশ অবাক করেছে বিজ্ঞানীদের।
কারণ লাল গ্রহে এমন ছড়িয়ে থাকা নুড়ি পাথরের দেখা তাঁরা তেমন পাননি। ওই নুড়ি পরীক্ষা করলে লাল গ্রহের আরও অজানা কথা সামনে আসতে পারে বলেও আশাবাদী বিশেষজ্ঞেরা।