SciTech

মহাবিশ্বের আজব ঘটনা, ক্রমশ ছোট হয়ে যাচ্ছে শিশু গ্রহ

সূর্যের প্রকোপে তারই শিশু গ্রহ এবার মুছে যেতে চলেছে। শিশু গ্রহটি ক্রমে ছোট হয়ে যাচ্ছে। আর এভাবেই তা কবে মুছে যাবে তা বলে দিলেন বিজ্ঞানীরা।

Published by
News Desk

পৃথিবীর বয়স কত? হিসাব বলছে প্রায় ৪৫৪ কোটি বছর। সে তুলনায় এ গ্রহ তো সবে জন্ম নিয়েছে। তার বয়স মাত্র ৮০ লক্ষ বছর। প্রথমত গ্রহটি বৃহস্পতির আকারের হলেও তা তার শৈশব থেকেই ছোট হয়ে যাচ্ছে। তায় আবার তা ঘুরছে তার সূর্যের খুব কাছ দিয়ে।

সৌরমণ্ডলে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ। বুধ সূর্য থেকে যে দূরত্ব বজায় রেখে সূর্যকে পাক খেয়ে চলেছে এই গ্রহটি তার সূর্যকে সেই দূরত্বের ৫ গুণ কম দূরত্বে পাক খাচ্ছে। যার সহজ অর্থ হল তা তার সূর্যের আরও অনেক কাছে রয়েছে।

কিন্তু এই জন্মের পর তা এভাবে ছোট হয়ে যাচ্ছে কেন? এই গ্রহটির সূর্য থেকে অতি শক্তিশালী এক্স-রে ছিটকে বার হচ্ছে। যা ওই গ্রহটির বায়ুমণ্ডলকে ছিন্নভিন্ন করে চলেছে। আর তাতেই গ্রহটি তার জন্মগত আকার হারাচ্ছে। ক্রমশ ছোট হয়ে যাচ্ছে।

নাসার চন্দ্র এক্স-রে পর্যবেক্ষণ কেন্দ্র থেকে সৌরমণ্ডলের বাইরের এই গ্রহটি চিহ্নিত করা সম্ভব হয়েছে। যা পৃথিবী থেকে ৩৩০ আলোকবর্ষ দূরে অবস্থান করছে। বিজ্ঞানীরা গ্রহটির নাম দিয়েছেন ‘টিওআই ১২২৭ বি’।

যে গতিতে এই গ্রহটি ছোট হয়ে যাচ্ছে তাতে সে তার সূর্যের প্রকোপে একদিন সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাবে। আর তা হতে সময় লাগবে ১০০ কোটি বছরের মতন বলে মনে করছেন বিজ্ঞানীরা।

এখনও পর্যন্ত যত এক্সোপ্ল্যানেট চিহ্নিত করতে পেরেছেন বিজ্ঞানীরা, তাদের মধ্যে এই গ্রহটি তার ছোট হয়ে যেতে থাকার জন্য বিশেষভাবে চর্চিত হচ্ছে।

Share
Published by
News Desk
Tags: NASA

Recent Posts