মহাকাশ থেকে কবে, কখন পৃথিবীতে ফিরছেন শুভাংশু, কোথায় নামবেন তাও জানা গেল
মহাকাশে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে শুভাংশু শুক্লা কবে ফিরছেন তার দিনক্ষণ স্থির হল। কোথায় নামবেন তাও স্থির হয়েছে। ইতিহাস রচনা করে পৃথিবীতে ফিরতে চলেছেন এই ভারতীয় মহাকাশচারী।

পৃথিবী থেকে যখন রওনা দিয়েছিলেন তখন স্থির ছিল ১৪ দিনের জন্য মহাকাশে আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাচ্ছেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। রাকেশ শর্মার পর তিনিই দ্বিতীয় ভারতীয় যিনি মহাকাশে পাড়ি দিলেন।
শুভাংশু আবার প্রথম ভারতীয় মহাকাশচারী যিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রেখেছেন। লখনউয়ের ছেলে শুভাংশু এখন ভারতের গর্ব। এক ইতিহাস রচনা করা ভারতীয়। এখন আন্তর্জাতিক স্পেস স্টেশনে নানা গবেষণার কাজে ব্যস্ত আছেন তিনি।
গিয়েছিলেন ১৪ দিনের জন্য। তবে ১৪ দিনের বেশিই থাকতে হচ্ছে তাঁকে। কারণ অ্যাক্সিওম স্পেস জানিয়ে দিয়েছে শুভাংশু ও তাঁর সঙ্গী আরও ৩ মহাকাশচারীকে পৃথিবীতে ফেরানো হবে ১৪ জুলাই। শর্ত একটাই, সব যদি পরিকল্পনা মাফিক চলে।
১৪ জুলাই আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ভারতীয় সময় বিকেল ৪টে ৩৫ মিনিটে অ্যাক্সিওমের যানের শুভাংশুদের নিয়ে পৃথিবীর দিকে পাড়ি দেওয়ার কথাই স্থির হয়েছে। এরপর বেশ সময়সাপেক্ষ যাত্রা। অবশেষে পৃথিবীর মাটি ছোঁয়া।
স্থির হয়েছে শুভাংশুদের নিয়ে যানটি প্রশান্ত মহাসাগরে নেমে আসবে। ক্যালিফোর্নিয়া উপকূলের কাছে কোথাও একটা নামবে সেই যান। তারপর সেখানে যান থেকে শুভাংশু সহ ৪ জন মহাকাশচারীকে বার করে আনা হবে।
আপাতত সেই ১৪ জুলাইয়ের দিকে চেয়ে আছেন ভারতীয়রা। সব ঠিক থাকলে শুভাংশু শুক্লা ভারতের মুকুটে আরও একটা পালক গুঁজে দিতে চলেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা