SciTech

মহাকাশে ভেসে বেড়াচ্ছে চিনাবাদাম, ছবি তুলল নাসা

মহাকাশ মানেই পদে পদে আশ্চর্য। যেমন নাসার লুসি এবার তার যাত্রাপথে পাশ কাটাল একটা চিনাবাদাম। কি সেই চিনাবাদাম তা অবশ্য বেশ চমকপ্রদ।

Published by
News Desk

বৃহস্পতির একটি গ্রহাণু রয়েছে। যার নাম ট্রোজান। সেই ট্রোজানের রহস্য ভেদ করতে, তার সম্বন্ধে বিস্তারিত জানতে নাসা সেখানে লুসি নামে একটি মহাকাশযান পাঠিয়েছে। লুসি এখন সেই ট্রোজানের দিকে ছুটে চলেছে।

এই চলার পথে তার আশপাশে অনেক কিছুই পড়ছে। যা লুসির হাত ধরে মহাকাশ বিজ্ঞানীরা সহজেই দেখতে পাচ্ছেন। খুব কাছ থেকে সেগুলিকে দেখার সুযোগ পাচ্ছেন। এমনই একটি গ্রহাণু হল ডোনাল্ডজোহানসন।

এই গ্রহাণুটি সূর্যের যে মূল গ্রহাণু বেল্ট রয়েছে তার মধ্যের একটি গ্রহাণু। ১৫ কোটি বছর আগে জন্ম নেওয়া এই গ্রহাণুটি ৮ কিলোমিটার লম্বা এবং সাড়ে ৩ কিলোমিটার চওড়া। এখন প্রশ্ন হল এর সঙ্গে চিনাবাদামের সম্পর্ক কি? সম্পর্ক একটা রয়েছে।

এই গ্রহাণুটির আকার হল হুবহু চিনাবাদামের মত। খোলা সমেত যে চিনাবাদাম পাওয়া যায় তার সঙ্গে এই গ্রহাণুর আকার একেবারে মিলে যায়। লুসি এর পাশ দিয়ে যাওয়ার সময় ছবিটি তোলে।

যখন লুসি এই গ্রহাণুর সবচেয়ে কাছ দিয়ে উড়ে যাচ্ছিল তখন লুসির সঙ্গে গ্রহাণুটির দূরত্ব ছিল ৯৬০ কিলোমিটার। গ্রহাণুটির সারা গায়ে অনেক ক্রেটার রয়েছে। চিনাবাদামের মতই ২ ধারটা বড় আর সে ২টি ভাগকে যুক্ত করেছে একটি অপেক্ষাকৃত সরু গলার মত অংশ।

তবে বিজ্ঞানীরা ডোনাল্ডজোহানসন-কে এত কাছ থেকে দেখার পর প্রাথমিকভাবে মনে করছেন সেটি যখন তৈরি হয় তখন সেটি বেশ জটিল একটি পদ্ধতির মধ্যে দিয়ে তৈরি হয়।

Share
Published by
News Desk
Tags: NASA

Recent Posts