SciTech

জানা যেতে পারে মঙ্গলের আদি ইতিহাস, হালকা রংয়ের দিগন্ত ছোঁয়া পাথুরে প্রান্তর নিয়ে আশাবাদী বিজ্ঞানীরা

লাল গ্রহের ইতিহাস জানার চেষ্টায় ত্রুটি রাখছেন না বিজ্ঞানীরা। তাঁদের সাহায্য করছে নাসার রোভার। সেই যান পৌঁছল এমন এক স্থানে যা অনেক কথা বলে দিতে পারে।

Published by
News Desk

জেজেরো ক্রেটারের উপরে পৌঁছে নাসার যান পারসিভিয়ারেন্স রোভার এবার ঘুরে বেড়াচ্ছে জেজেরোর আশপাশের এলাকায়। আর তা করতে গিয়েই সে এবার পৌঁছে গেল পশ্চিম দিকে। যেখানে সামনে শুধুই পাথুরে জমি।

দিগন্ত ছোঁয়া সেই কিলোমিটারের পর কিলোমিটার প্রান্তর জুড়ে শুয়ে আছে এক ধূসর রংয়ের পাথুরে জমি। যা দেখার পর বিজ্ঞানীরা অনেকেই আশাবাদী যে এবার হয়তো মঙ্গলের আদি ইতিহাসের কথা জানতে পারা যাবে।

কারণ এই প্রান্তরে যে পাথুরে জমি রয়েছে তা এখনও পর্যন্ত মঙ্গলে দেখা যাওয়া জমির মধ্যে সবচেয়ে পুরনো। এই পুরনো পাথুরে জমি মঙ্গলের সৃষ্টি ইতিহাস কি বলে দিতে পারবে? আপাতত সেই চেষ্টাই চালাচ্ছেন বিজ্ঞানীরা।

পারসিভিয়ারেন্স এখন যেখানে দাঁড়িয়ে আছে সে জায়গার নাম ফলব্রিন। এই ফলব্রিনে দাঁড়িয়ে সে কিন্তু থেমে নেই। চালিয়ে যাচ্ছে পরীক্ষা। এখানে পাথর অনেকটাই পুরনো। সেটাই প্রাপ্তি। সেটাই পরীক্ষার কাজ চলিয়ে যাচ্ছে পারসিভিয়ারেন্স।

যদি এই অঞ্চলের পাথুরে জমির ইতিহাস, তার জন্ম সময় জানতে পারা যায়, তাহলে মঙ্গলের প্রথমাবস্থার কথাও জানতে বিজ্ঞানীদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। এই জমি মঙ্গলে এখনও পর্যন্ত দেখা জমির চেয়ে কিছুটা হলেও অন্যরকম।

রং অনেকটাই ধূসর। এখানেই বিজ্ঞানীরা এমন পাথর খুঁজছেন যেটা এখনও পর্যন্ত মঙ্গলে দেখা পাওয়া পাথরগুলির মধ্যে সবচেয়ে পুরনো হবে।

Share
Published by
News Desk
Tags: NASA

Recent Posts