SciTech

সত্যি হল কল্পনা, বাস্তবেই রয়েছে বরফ চক্র, দেখে ফেলল নাসা

এতদিন ধরে এমন কিছুই কল্পনা করতেন বিশেষজ্ঞেরা। কিন্তু দেখা মিলছিল না। সেই অপেক্ষার সমাপ্তি ঘটাল জেমস ওয়েব। দেখে ফেলল বরফ চক্র।

Published by
News Desk

অনেকদিন আগে থেকেই বিজ্ঞানীদের একটা ধারনা ছিল যে এমনও নক্ষত্র রয়েছে যার চারধারে বরফ চক্র দেখতে পাওয়া যাওয়ার কথা। ড্রাই আইস নয়, একেবারে জল জমাট বাঁধা বরফের কথাই কল্পনা করতেন তাঁরা। কিন্তু বাস্তবে কি এমন রয়েছে?

হাতেনাতে প্রমাণ পাওয়ার আগে পর্যন্ত বিজ্ঞানীরা নিশ্চিত হতে পারছিলেননা। সেটাই এবার তাঁদের উপহার দিল নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। অতিশক্তিশালী এই টেলিস্কোপেই ধরা পড়েছে এমন এক দৃশ্য যা মহাকাশে যে রয়েছে তা এই প্রথম দেখতে পাওয়া গেল।

জেমস ওয়েব যে তথ্য পাঠিয়েছে তা খতিয়ে দেখে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে তরতাজা তরুণ নক্ষত্রের অনেকগুলির চারধারেই রয়েছে বরফের কুচিতে ভরা চক্র। যেটি নক্ষত্রের চারধার জুড়ে গোল করে থাকে।

যারমধ্যে জমাট বাঁধা বরফ রয়েছে। অনেকটা স্ফটিকের মতন। এই বরফগুলি জমাট বেঁধেছে জল থেকে। যা আগামী দিনে বিশাল আকারের গ্রহ তৈরি করতে সাহায্যে করে। আবার গ্রহাণু তৈরিতেও এই বরফ কুচির অবদান থাকে।

এটিই গ্রহ বা গ্রহাণুগুলিকে পাথুরে হয়ে উঠতে সাহায্য করে। এতদিন ধরে বিজ্ঞানীরা কেবল ধারনাই করে এসেছেন যে তরুণ নক্ষত্রদের চারধারে বরফের চক্র থাকে। কিন্তু সেটা ছিল ধারনা।

এবার তার হাতেনাতে প্রমাণ পেয়ে গেলেন বিজ্ঞানীরা। যা অবশ্যই মহাকাশকে আগামী দিনে আরও ভাল করে চিনতে সাহায্য করবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

Share
Published by
News Desk
Tags: NASA

Recent Posts