SciTech

অস্তমিত সূর্য, শেষ বিকেলের এই অপরূপ দৃশ্য কোথায় তোলা সেটাই আসল

কেউ কি বলতে পারবেন শেষ বিকেলে অস্ত যাওয়া সূর্যের এই মনোরম দৃশ্য কোথায় তোলা হয়েছে। এটা বলতে পারা সোজা, আবার সহজ নয়।

Published by
News Desk

একটি বিশাল প্রান্তর। স্বভাবতই প্রকৃতি এখানে বাধাহীনভাবে ধরা দিয়েছে। সেখানেই ক্রমে অস্ত যাচ্ছে সূর্য। শেষ বিকেলের আলোটা লেপ্টে আছে চারধারে। অস্তমিত সূর্যের আলতো আলো বুঝিয়ে দিচ্ছে এবার সন্ধে নামার পালা।

আলোআঁধারি আবহ চারধার জুড়ে। এক অদ্ভুত শান্ত এ ছবি। একেবারে ঢলে পড়া সূর্য আর সামান্য সময়ই দেখা যাবে। এটা ছবিতে পরিস্কার।

ছবিতে অনন্ত প্রান্তর তাই কালচে। এখন প্রশ্ন হল এ ছবি কোথায় তোলা হয়েছে? এটা বলতে পারা কিন্তু সহজ নয়। আবার অনেকের কাছে অতি সহজ।

ছবিটি আজকের নয়। বছর ২০ আগে তোলা। তোলা হয়েছিল গুসেভ ক্রেটারের ধারে। যেখানে সূর্য অস্ত যাচ্ছিল। মঙ্গলগ্রহের গুসেভ ক্রেটারের ধারে অস্তমিত সূর্যের এ ছবি তোলে নাসার মার্স এক্সপ্লোরেশন রোভার স্পিরিট। যা নাসা তার ওয়েবসাইটে প্রকাশ করেছে।

এ ছবিতে অস্তমিত সূর্যের চারধার জুড়ে যে নীলচে আভা দেখতে পাওয়া যাচ্ছে, বিজ্ঞানীরা জানাচ্ছেন, লাল গ্রহে বসে ওই সূর্য অস্ত যাওয়া দেখলে তা বেশ ঝকঝকে নীল আলো হিসাবে দেখতে পাওয়া যেত।

অনেকের মনে হতে পারে সূর্য অস্ত যাওয়া তো লালচে দেখানোর কথা। আসলে যে ক্যামেরায় ছবিটি তোলা হয়েছে তাতে পরিস্কার যে লালচে আলো সূর্যের কাছে নয়, বরং আকাশের অনেকটা জুড়ে ছড়িয়ে পড়েছে। মঙ্গলের এই সূর্য ডোবার দৃশ্য পৃথিবীর মানুষকে অবাক করেছে।

Share
Published by
News Desk
Tags: NASA

Recent Posts