SciTech

মঙ্গলগ্রহে সবুজ হয়ে গেল আকাশ, এই প্রথম এমন দৃশ্য দেখলেন বিজ্ঞানীরা

পৃথিবীর বাইরে এই দৃশ্য প্রথম দেখলেন বিজ্ঞানীরা। যা অবশ্যই সেদিক থেকে ঐতিহাসিক। পৃথিবীর বাইরে এই প্রথম কি দেখা গেল তা জানাল নাসা।

Published by
News Desk

নাসার বিজ্ঞানীরা বিষয়টির খবর পেয়েছিলেন আগেই। তাই তাঁরা তৈরি ছিলেন। মঙ্গলগ্রহের মাটিতে ঘুরে বেড়ানো পারসিভিয়ারেন্স রোভারকে তৈরি থাকতে নির্দেশও দিয়েছিলেন। সেই মত তৈরি ছিল পারসিভিয়ারেন্সের ২টি ক্যামেরা। যা মানুষের চোখের মতই রং ক্যামেরাবন্দি করতে পারে।

সেখানেই দেখা গেল এক এমন দৃশ্য যা পৃথিবীতে দেখা গেলেও পৃথিবীর বাইরে কোনও গ্রহ, উপগ্রহ থেকে দেখা যায়নি। ফলে এই দৃশ্য দেখাটা ঐতিহাসিকও বটে। কি দেখা গেল?

নাসা জানিয়েছে তাদের রোভার যানটি মঙ্গলের আকাশে অরোরা বা মেরুপ্রভা দেখতে পেয়েছে। আকাশটা সবুজ রংয়ের হয়ে যায় লাল গ্রহে। পৃথিবীতে মেরুপ্রভা যখন দেখা যায় তার রং হয় উজ্জ্বল, কিন্তু লাল গ্রহের আকাশ জুড়ে যে সবুজ রং দেখা গেছে তা ছিল কিছুটা অনুজ্জ্বল।

সূর্যের সুপারএনার্জিটিক কণা যখন মঙ্গলগ্রহের আবহাওয়ার সঙ্গে বিক্রিয়া করে তখন মঙ্গলের আকাশে এই দৃশ্য দেখতে পাওয়া যায়। যেটা এই প্রথম দেখতে পেলেন বিজ্ঞানীরা।

পৃথিবীর নিজস্ব চৌম্বকীয় ক্ষেত্র রয়েছে। যে কারণে পৃথিবীতে মেরুপ্রভা দেখা যায় মেরু অঞ্চলে। কিন্তু মঙ্গলগ্রহের সেই চৌম্বকীয় ক্ষেত্র নেই। তাই মঙ্গলের আকাশ জুড়ে সর্বত্রই এই মেরুপ্রভা দেখতে পাওয়া গেছে।

যা মঙ্গলের আকাশকে সবুজ রংয়ে ভরিয়ে দেয়। এই বিরল দৃশ্য অবশ্য অনেক আগেই দেখা গিয়েছিল। গতবছরের মার্চ মাসে এই মেরুপ্রভা দেখা গিয়েছিল মঙ্গলের আকাশে।

Share
Published by
News Desk
Tags: NASA

Recent Posts