SciTech

ঠিক কবে কখন পৃথিবীতে ফিরছেন সুনিতা উইলিয়ামস, কোথায় নামছেন তাঁরা, জানাল নাসা

ক্রু-১০ নিয়ে ড্রাগন যান আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে যাওয়ার পর এবার তাতেই সুনিতাদের ফেরার পালা। ঠিক কবে কখন ফিরছেন তাঁরা পরিস্কার করল নাসা।

Published by
News Desk

৭ দিনের জন্য মহাকাশে আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়ে ১০ মাস ধরে সেখানে আটকে আছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও বাচ উইলমোর। এরমধ্যে একাধিকবার তাঁদের ফিরিয়ে আনার প্রসঙ্গ সামনে এসেছে। কিন্তু কোনও না কোনও কারণে তা বাতিল হয়েছে।

এদিকে ১০ মাস ধরে আইএসএস-এ থাকার পর সুনিতাদের শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কা সামনে আসতে থাকে। আবার মার্কিন মসনদে পালা বদলের পর ফের কুর্সিতে ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বারের জন্য তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ইলন মাস্ককে ট্রাম্প সুনিতাদের ফেরানোর জন্য অনুরোধ করেন।

কিন্তু তার আর দরকার পড়েনি। ইলন মাস্ক নন, নাসা নিজেই সুনিতাদের এবার ফিরিয়ে আনছে। আইএসএস-এর দায়িত্ব সামাল দিতে ৪ মহাকাশচারীর ক্রু-১০ পৌঁছে গেছে সেখানে। ক্রু-৯-কে ফিরিয়ে আনা হচ্ছে। তাঁদের সঙ্গেই ফিরছেন ৭ দিনের জন্য মহাকাশে যাওয়া সুনিতা ও বাচ।

নাসা জানিয়ে দিয়েছে মঙ্গলবারই সুনিতারা পৃথিবীতে ফিরবেন। একদম সঠিক সময়ও জানিয়ে দিয়েছে নাসা। স্থানীয় সময় বিকেল ৫টা ৫৭ মিনিটে পৃথিবীতে পৌঁছচ্ছেন সুনিতারা।

ফ্লোরিডার কাছে সমুদ্রের ওপর আছড়ে পড়বে তাঁদের নিয়ে আসা ক্যাপসুলটি। যার মধ্যে থেকে বেরিয়ে আসবেন সুনিতারা। ১০ মাস পর পৃথিবী ছুঁয়ে দেখবেন তাঁরা।

যদিও ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোরের দিকে সুনিতারা নামছেন। সময়টা ভোর সাড়ে ৩টে নাগাদ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts