SciTech

চাঁদে পাড়ি দিল যান, এবার কি কি গেল চাঁদে

চাঁদের দিকে পাড়ি দিল একটি যান। সঙ্গে নিয়ে গেল অনেককিছু। যা গেল তা কম কিছু নয়। কি গেল চাঁদে।

Published by
News Desk

চাঁদের উদ্দেশে পাড়ি দিল একটি যান। এই মিশনের নাম আইএম-২। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে চাঁদের দিকে পাড়ি দেয় যানটি। স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেটে চেপে যানটি মহাকাশে পাড়ি দেয়।

চাঁদে মানুষ পাঠানোর কাজ এগিয়ে চলেছে। অদূর ভবিষ্যতেই মানুষ চাঁদে হাজির হতে চলেছে। তার আগে মানুষের যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র তো চাঁদে মজুত থাকা দরকার। তা হলে ভাল।

আবার মানুষ চাঁদে যাতে নিশ্চিন্তে একটা বড় সময় কাটাতে পারে সেজন্য চাঁদের আবহাওয়াকে খুব ভাল করে চেনা দরকার। এই যানে সেইসব যন্ত্রপাতি চাঁদে গেল যা চাঁদে পৌঁছে সেখানকার আবহাওয়ার রিপোর্ট নিরন্তর দিতে থাকবে।

নিজের মত করে বিশ্লেষণ করেও খবর দেবে। যাতে মানুষ সেখানে পৌঁছনোর পর তাদের অসুবিধা না হয়। তারা আগে থেকেই চাঁদের আবহাওয়া পরিস্থিতি সম্বন্ধে ওয়াকিবহাল থাকে।

নাসা এই সব যন্ত্র চাঁদে পাঠাল যাতে চাঁদের আবহাওয়া সম্বন্ধে স্পষ্ট ধারনা পাওয়া যায়। এভাবেই মানুষ পাঠানোর আগে একাধিকবার প্রয়োজনীয় জিনিস নিয়ে চাঁদে পাড়ি দেবে যান। সঙ্গে যাবে মানুষ পৌঁছনোর পর তাদের প্রয়োজনীয় সরঞ্জাম।

চাঁদে পৌঁছে মানুষ যাতে সেখানে দরকার পড়তে পারে এমন সবকিছু হাতের কাছে পায় সে ব্যবস্থাই পাকা করছে নাসা। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আইএম-২ আবহাওয়া চেনার যন্ত্রপাতি নিয়ে পাড়ি দিল চাঁদে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: NASASpaceX