SciTech

প্রথম ভারতীয় হিসাবে মহাকাশে ইতিহাস লিখতে চলেছেন শুভাংশু শুক্লা

ফের মহাকাশে ভারত আর এক প্রথম পদক্ষেপের অপেক্ষায়। ভারতের শুভাংশু শুক্লা গড়তে চলেছেন প্রথম ভারতীয় হিসাবে সেই ইতিহাস।

Published by
News Desk

রাকেশ শর্মা ভারতের প্রথম নভশ্চর। যিনি প্রথম একজন ভারতীয় হিসাবে মহাকাশে যান। এবার আর এক ভারতীয় মহাকাশে আর এক ইতিহাস লিখতে চলেছেন। যিনি ভারতীয় হিসাবে প্রথমবার নাসার আন্তর্জাতিক স্পেস স্টেশনে হাজির হতে চলেছেন।

শুভাংশু শুক্লা নামে ভারতীয় বায়ুসেনার ওই আধিকারিক প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রাখবেন। শুভাংশু শুক্লা ভারতীয় বায়ুসেনার আধিকারিকের পাশাপাশি একজন নাসার নভশ্চরও।

ভারত অপেক্ষা করছে গগনযান মিশনের জন্য। সেই মিশনেও শুভাংশু শুক্লা একজন নভশ্চর হিসাবে নির্বাচিত হয়েছেন। তবে তার আগেই তিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছনোর ইতিহাস লিখতে চলেছেন।

নাসার অ্যাক্সিওম-৪ মিশন বা যাকে ছোট করে বলা হচ্ছে এএক্স-৪, এই মিশনে আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাচ্ছেন ৪ জন নভশ্চর। যার একজন শুভাংশু শুক্লা। তিনি এই মিশনে পাইলট হিসাবে নির্বাচিত হয়েছেন।

পেগি উইটসন নামে নাসার এক প্রাক্তন নভশ্চর এই মিশনের দায়িত্বে রয়েছেন। এছাড়া ২ জন ইউরোপিয়ান স্পেস এজেন্সির নভশ্চরও এই মিশনে অংশ নিচ্ছেন। স্পেসএক্স ড্রাগন রকেটে চেপে শুভাংশু শুক্লা সহ ৪ জন নভশ্চর আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাড়ি দেবেন।

এটা ভারতের জন্য ফের এক নতুন ইতিহাস রচনা করবে। আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভারতীয় হিসাবে প্রথম পা রাখতে চলেছেন শুভাংশু শুক্লা। তবে এর আগে ভারতীয় বংশোদ্ভূত হিসাবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে একাধিকবার পা রেখেছেন সুনিতা উইলিয়ামস। যিনি এখন সেখানেই রয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts