SciTech

মঙ্গলগ্রহে বসন্ত এসে গেছে, একটি দৃশ্যই জানিয়ে দিল বরফ গলছে

ভারতে এখন বসন্ত আসতে চলেছে। বিশ্বের সিংহভাগই বসন্তের অপেক্ষায়। মঙ্গলগ্রহে অবশ্য বসন্ত এসে গেছে। লাল গ্রহের দক্ষিণ মেরুর এক দৃশ্য বুঝিয়ে দিল বসন্তের আগমনের কথা।

Published by
News Desk

বসন্ত এসে গেছে। মঙ্গলগ্রহে বসন্ত এসে গেছে। মঙ্গলের শীতে ক্রমে বরফ জমে সেখানে। জল থেকে বরফ নয়। কার্বন ডাই অক্সাইড থেকে বরফ। কারণ মঙ্গলের বাতাসে কার্বন ডাই অক্সাইডের প্রবল দাপট।

সেই কার্বন ডাই অক্সাইড লাল গ্রহে শীত এলে জমে যায়। মঙ্গলের দক্ষিণ মেরু অঞ্চলেই এটা বেশি ঘটে। তখন মঙ্গলের লালচে পাথুরে মাটির ওপর একটি স্তর পড়ে। কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি ড্রাই আইসের স্তর।

তখন সেখানে মঙ্গলের চেনা মাটি দেখা যায়না। সেই স্বচ্ছ বরফের স্তর পড়ে বদলে যায় চেনা চেহারা। নাসার রিকনেসেন্স অরবিটার যে ছবি পাঠিয়েছে তাতে দেখা যাচ্ছে সেই বরফের স্তরের কিছু কিছু জায়গা থেকে ফোয়ারার মত করে গ্যাস আর ধুলো বেরিয়ে আসছে। এটা দেখার পরই বিজ্ঞানীরা জানাচ্ছেন মঙ্গলে বসন্ত এসে গেছে।

মঙ্গলে শীতে এই বরফের স্তর পড়ে মেরু অঞ্চলে ও তার আশপাশে। এরপর সূর্যের তাপ যখন ফের তুলনায় প্রখর হয় তখন ওই স্বচ্ছ বরফের স্তর ভেদ করে সূর্যালোক পৌঁছে যায় মঙ্গলের মাটিতে। মাটি তাতে গরম হয়।

সেই উত্তাপ ওই কার্বন ডাই অক্সাইডের তৈরি ড্রাই আইসের স্তরকে গলাতে থাকে। বরফের মত ড্রাই আইস গলে গেলে জল তৈরি হয়না, তৈরি হয় গ্যাস। সেই গ্যাসই বার হতে থাকে। শীত কেটে লাল গ্রহে বসন্ত এলে এই ঘটনা ঘটে মঙ্গলের দক্ষিণ মেরুতে।

Share
Published by
News Desk
Tags: NASA

Recent Posts