হাবল স্পেস টেলিস্কোপের চোখে ব্লু লারকার, ছবি – সৌজন্যে – নাসা ডট গভ
এরা ৩ জন একসঙ্গে থাকে। একটি নক্ষত্রের নাম বিজ্ঞানীরা দিয়েছেন ব্লু লারকার। নাম দেখে ওত পেতে থাকা মনে হলেও এমনটা কিন্তু বাস্তবে হয়না। বরং এই ব্লু লারকার নক্ষত্রটি আর পাঁচটা নক্ষত্রের মত নয়। তা যেমন উজ্জ্বল, তেমনই ছটফটে। অতি চঞ্চল তার গতি।
এমন প্রবল গতিতে তা ঘুরছে যে বিজ্ঞানীরাও তা দেখে অবাক হয়ে গেছেন। এই তারার মাধ্যাকর্ষণ এত বেশি যে তার টানে জুড়ে গেছে আরও ২টি নক্ষত্র।
৩টি তারার একটি সম্মিলিত ক্ষেত্র তৈরি হয়েছে। ৩টি তারা একসঙ্গে জোট বেঁধে থাকে। তারা এমনভাবে ঘুরছে যে সেখানে তাদের এই ঘূর্ণির কারণে একটা নীলাভ আলো তৈরি হয়।
পৃথিবী থেকে ২ হাজার ৮০০ আলোকবর্ষ দূরে অবস্থান করছে এই ত্রয়ী নক্ষত্র। নাসার অতিশক্তিশালী হাবল স্পেস টেলিস্কোপের নজরে ধরা পড়েছে এই ৩ নক্ষত্র।
তাদের একেবারেই অচেনা গতির ঘূর্ণি। এদের উত্তাপও প্রবল বলেই মনে করছেন বিজ্ঞানীরা। সাধারণ নক্ষত্রের উত্তাপের চেয়েও বেশি উত্তপ্ত এবং উজ্জ্বল এরা।
এখানে এই প্রবল গতি দেখে বিজ্ঞানীরা মনে করছেন এই নক্ষত্র তার আশপাশের সাধারণ নক্ষত্রগুলি থেকে অনেক উপাদান সংগ্রহ করে চলে। অনর্গল এই উপাদান সংগ্রহ করে তার শক্তি বাড়ায়।
আর সেই শক্তিতে ভর করে তার এই অস্বাভাবিক গতি বজায় রাখে নক্ষত্রটি। এই ৩ নক্ষত্রকে আরও ভাল করে পরীক্ষা করে তাদের সম্বন্ধে আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা করছেন বিজ্ঞানীরা।