SciTech

এবার চাঁদে ব্যবহার হবে ভ্যাকুয়াম ক্লিনার, ধুলো পাথরকুচি পকেটে পুড়বে বিশেষ যন্ত্র

বাড়ি পরিস্কার রাখতে, ধুলো মুক্ত রাখতে অনেকেই ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করেন। এবার সেই ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার হবে চাঁদেও। কারণ জানাল নাসা।

Published by
News Desk

এতদিন পৃথিবীর মানুষ ব্যবহার করেছেন ভ্যাকুয়াম ক্লিনার। সাফসাফাইয়ে এই যন্ত্রের ব্যবহার বিশ্বজুড়েই চলে। দারুণ কার্যকরিও। এবার সেই ভ্যাকুয়াম ক্লিনার যাচ্ছে চাঁদে। সেখানে ব্যবহার হবে এই ভ্যাকুয়াম ক্লিনার।

চাঁদও কি তাহলে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিস্কার হবে! সেখানে জমে থাকা ধুলো পরিস্কারে কাজে লাগবে এই জাগতিক এবং পারিবারিক যন্ত্রটি! নাসা জানাচ্ছে চাঁদ থেকে নমুনা সংগ্রহ করতে এই ভ্যাকুয়াম ক্লিনার বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে।

ব্লু ঘোস্ট লুনার ল্যান্ডারে চেপে লুনার প্ল্যানেট ভ্যাক বা এলপিভি নামে এই ভ্যাকুয়াম ক্লিনারটি পাড়ি দেবে চাঁদে। সেখানে গিয়ে কি তাহলে চাঁদের ধুলো পরিস্কার করবে এই যন্ত্র?

নাসা জানাচ্ছে এর কাজ হবে অনেক সহজে এবং কম সময়ে চাঁদ থেকে নমুনা সংগ্রহ করা। যা পৃথিবীতে এনে পরীক্ষার কাজে লাগবে। এজন্য ওই ভ্যাকুয়াম ক্লিনারকে কাজে লাগানো হবে।

কীভাবে কাজ করবে এটি? মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা জানাচ্ছে এই এলপিভি-র মধ্যে একটি গ্যাস ভরা থাকবে। সেই গ্যাস চাঁদের নির্দিষ্ট স্থানে পৌঁছে প্রবল চাপে বার করে আনা হবে। যা চাঁদের ওই জায়গায় ছোট্ট একটি ধুলোর কুণ্ডলী সৃষ্টি করবে।

ধুলো ও ছোটছোট টুকরো উড়তে শুরু করলেই ওই যন্ত্রের সঙ্গে থাকা একটি টিউবে ওই ধুলো ভরে নেওয়া হবে। যা নমুনা হিসাবে সংগ্রহ করা হবে।

এই পুরো কাজটা সারতে সামান্যই সময় লাগবে। ফলে খুব দ্রুত এভাবে চাঁদের বিভিন্ন অংশ থেকে ধুলো ও ছোট ছোট পাথরের টুকরো সংগ্রহ করা সম্ভব হবে। যা পৃথিবীতে আনা হবে পরীক্ষার জন্য।

Share
Published by
News Desk
Tags: NASA