SciTech

ঘষে যাওয়া গোলাকার মাটির হাত ধরেই মঙ্গলগ্রহের রহস্যভেদের চেষ্টা বিজ্ঞানীদের

এ এক অভাবনীয় দৃশ্য। মঙ্গলগ্রহের মাটিতে এক সুন্দর গোলক। যে গোলক আসলে গোলাকার এক ঘষে যাওয়া মাটি। যা অনেক জটিল অঙ্কের সমাধান করবে।

Published by
News Desk

লাল গ্রহের জেজেরো ক্রেটারে একাধিক বছর কাটিয়ে পারসিভিয়ারেন্স রোভার জেজেরো-র খাড়াই গা ধরে উঠে এসেছে উপরে। সেই খাদের কিনারা ধরে এখন সে ঘুরে দেখছে সেখানকার হালহকিকত।

সেখানেই পিকো টারকুইনো পৌঁছে সেখানে ছড়িয়ে থাকা পাথরদের মধ্যে লাল গ্রহের অনেক রহস্য উন্মোচনের চাবিকাঠির সন্ধান পায় নাসার রোবোটিক যানটি।

তারপর পিকো টারকুইনো ছেড়ে সে জেজেরোর খাদের উপরের অংশের কিনারা ধরে গোল করে ঘুরে দেখতে গিয়ে পৌঁছয় রিও চিকিইটো-তে। এখানে আবার অন্যই এক আশ্চর্য নজর কাড়ে।

রিও চিকিইটো হল লাল গ্রহের জেজেরোর খাদের ধারের এমন এক অংশ যেখানে ঘষে যাওয়া মাটির এক অন্য রূপ ধরা পড়েছে। সেই ঘষে যাওয়া মাটির হাত ধরেই লাল গ্রহের অনেক রহস্যের উন্মোচন হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

লাল গ্রহের জটিল রহস্য উন্মোচনে এই ঘষে যাওয়া মাটি বিশেষ কার্যকরি ভূমিকা পালন করতে পারে বলেই ধারনা তাঁদের। ফলে এই জায়গাটিকে বিশেষভাবে পর্যবেক্ষণ করেছেন তাঁরা। পারসিভিয়ারেন্সও ফটো তুলে পাঠিয়ে এই স্থানকে আরও ভাল করে চিনতে বিজ্ঞানীদের সর্বতোভাবে সাহায্য করেছে।

এখানে বলে রাখা ভাল যে পিকো টারকুইনো যে মঙ্গলের কোনও জায়গার নামকরণ করা হয়েছে এমনটা নয়। পিকো টারকুইনো কিউবার সর্বোচ্চ বিন্দু। একটি জনপ্রিয় পর্যটনস্থল।

তেমনই যে ঘষা মাটির স্থানের নাম রিও চিকিইটো দেওয়া হয়েছে সেটাও মনগড়া কোনও নাম নয়। এটাও পৃথিবীতেই রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একটি চোখ জুড়িয়ে দেওয়া জায়গা। সেই নামেই নামকরণ করা হয়েছে মঙ্গলের ওই অংশের।

Share
Published by
News Desk
Tags: NASA