SciTech

২১ ঘণ্টায় বছর, এবার মহাকাশে গরম নেপচুনের দেখা পেলেন বিজ্ঞানীরা

সৌরমণ্ডলের অন্যতম গ্রহ নেপচুন। এবার এক গরম নেপচুনের দেখা পেলেন বিজ্ঞানীরা। মহাকাশে যে সে ছিল সেটাই জানা ছিলনা কারও।

Published by
News Desk

নেপচুন হল সৌরমণ্ডলের সবচেয়ে পিছনে থাকা গ্রহ। অষ্টম গ্রহ নেপচুন চতুর্থ বৃহত্তম গ্রহ বটে, তবে তার মাটি কম। উপরিভাগ মোটেও শক্ত কিছু দিয়ে তৈরি নয়।

বরং সেখানে রয়েছে বিপুল পরিমাণে গরম ঘন জল, অ্যামোনিয়া এবং মিথেন। অষ্টম গ্রহ হিসাবে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে তার সবচেয়ে বেশি সময় লাগে।

এবার আর এক নেপচুনের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। সে যে মহাকাশে ছিল আর তীব্র গতিতে ছুটে চলেছে তা জানা ছিলনা তাঁদের। এই নেপচুনের যমজ দর্শন গ্রহটির নাম বিজ্ঞানীরা দিয়েছেন হট নেপচুন বা গরম নেপচুন।

সৌরমণ্ডলের মধ্যে অবশ্য এই নতুন আবিষ্কার হওয়া গ্রহটি নেই। সৌরমণ্ডলের বাইরে সে প্রদক্ষিণ করে তার সূর্যকে। নাসার স্পেস টেলিস্কোপ টেস বা ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট-এ নজর রেখে বিজ্ঞানীরা এই নতুন গ্রহটির সন্ধান পেয়েছেন। যা তার অসহ্য গরম সূর্যকে খুব কাছ থেকে প্রদক্ষিণ করে চলেছে।

এত দ্রুত সে তার সূর্যকে একবার প্রদক্ষিণ শেষ করে যে একাজ সারতে তার মাত্র ২১ ঘণ্টা সময় লাগে। তারমানে এই গ্রহটির এক বছর হয় ২১ ঘণ্টায়।

এ থেকে পরিস্কার যে সে তার সূর্যের কতটা কাছে অবস্থান করছে। হুবহু নেপচুনের আকারের হওয়ায় বিজ্ঞানীরা তার নাম হট নেপচুন দিলেও তার বৈজ্ঞানিক নাম টিওআই-৩২৬১ বি। এই ধরনের হট নেপচুন মহাকাশে আগেও পাওয়া গিয়েছে। এটি নিয়ে ৪টি হট নেপচুন পাওয়া গেল।

Share
Published by
News Desk
Tags: NASA