SciTech

গিটার থেকে আগুন ঠিকরে বার হচ্ছে, মহাকাশে অভূতপূর্ব দৃশ্য দেখল চন্দ্র

একটি গিটার থেকে আগুন ঠিকরে বার হচ্ছে। জ্বলে উঠছে চারধার। মহাকাশে অভূতপূর্ব এক দৃশ্য দেখে ফেলল চন্দ্র এক্স-রে অবজারভেটরি।

Published by
News Desk

বিদেশে অনেক ব্যান্ড রয়েছে যারা স্টেজে তাদের পারফরমেন্সকে অন্য মাত্রা দিতে কেবল গান গাওয়াকেই সামনে রাখে না। সেই সঙ্গে অনেক কিছু যুক্ত করে দর্শকদের অভিভূত করে ফেলে। তারই একটি অঙ্গ হল গিটার থেকে আগুন ঠিকরে বার হওয়া।

স্টেজে যিনি গিটার বাজান বা অনেক ক্ষেত্রে সেটা গায়ক নিজেও হন, তিনি গিটারের তারে সজোরে সুর তোলার সময় গিটার থেকে আগুন ঠিকরে ঠিকরে বার হয়। যার সঙ্গে সুরের কোনও সম্পর্ক নেই। কেবলই দর্শকদের আনন্দ দিতে এটা করে থাকে ব্যান্ডগুলি।

এই আগুন ঝরা গিটার দেখতে সকলের ভালও লাগে। কিন্তু সে আগুন কৃত্রিমভাবে তৈরি করা হয়। মহাজাগতিক কোনও কিছুই কিন্তু কৃত্রিম নয়। সেগুলি ঘোর বাস্তব। যা দেখে অনেক সময় চমক লাগলেও তা ঘটছে।

যেমন নাসার চন্দ্র এক্স-রে মানমন্দির এমন এক দৃশ্য মহাকাশে দেখে ফেলল যা অভূতপূর্ব। আগে কখনও এমন কিছু মহাকাশে ঘটতে দেখা যায়নি।

মহাকাশে নেবুলা থাকে। নেবুলা হল গ্যাস ও ধুলোর এক দানবীয় মেঘ। যা মহাকাশে প্রধানত ২টি নক্ষত্রের মাঝে থাকে। এমনই এক নেবুলা থেকে মহাশূন্যেই সৃষ্টি হয়েছিল একটি গিটার।

যার মাথার কাছে একটি উজ্জ্বল আলো এগিয়ে যাচ্ছিল, আবার পিছিয়ে আসছিল। যেন মনে হচ্ছিল আগুন ঠিকরে বার হচ্ছে। আবার নিভে আসছে। আবার ঠিকরে বার হচ্ছে।

এই যে আলো দেখতে পাওয়া গিয়েছে তা আসলে এক জীবন সায়াহ্নে পৌঁছনো নক্ষত্রের কারণে তৈরি হচ্ছে। যা এখন তার থেকে এনার্জেটিক কণা ছিটকে বার করে চলেছে। যা দেখে মনে হচ্ছে যেন নেবুলার তৈরি সেই গিটারের আকার থেকে আগুন ঠিকরে বার হচ্ছে। অনন্ত ব্রহ্মাণ্ডের বুকে যে এমন দৃশ্যও দেখা যাবে তা হয়তো আন্দাজ করতে পারেননি বিজ্ঞানীরা।

Share
Published by
News Desk
Tags: NASA

Recent Posts