SciTech

আকাশে দেখা গেল মহাজাগতিক সদ্যোজাত শিশু, বিজ্ঞানীরা বললেন অতিবিরল দর্শন

এ দৃশ্য দেখাই যায়না। মহাজাগতিক এক সদ্যোজাত শিশুকে দেখা গেল আকাশে। বিজ্ঞানীরাও তা দেখে চমকিত। এমন দৃশ্য দেখতে পাওয়ার কথাই নয়।

Published by
News Desk

মহাজাগতিক সদ্যোজাত সে। এখনও জন্মের আলোয় উদ্ভাসিত। তাকে তো দেখতে দেয়না অনন্ত মহাশূন্য। সযত্নে আগলে ঢেকে রাখে। অপেক্ষা করে তার বয়স বাড়ার। তারপর একসময় তাকে সকলের দেখার জন্য মুক্ত করে দেয়।

তার আগে এক আবছায়া ধুলোর কুণ্ডলীর মধ্যে তাকে ঢেকে রেখে দেয় মা ব্রহ্মাণ্ড। যেমন করে মা তার সদ্যোজাতকে আগলে রাখে, ঠিক তেমন করেই। কিন্তু তারও দেখা মিলল। খুব দূরে নয়। পৃথিবী থেকে মাত্র ৪৩০ আলোকবর্ষ দূরেই তার দেখা মিলল। সবে জন্ম নেওয়া এক গ্রহের।

চেহারায় অবশ্য বড়সড় এই গ্রহ। তার জন্ম হয়েছে সবে। কারণ মহাশূন্যে ৩০ লক্ষ বছর বয়সটা কোনও বয়স নয়। ওই গ্রহটি জন্ম নেওয়ার পর সবে ৩০ লক্ষ বছর কেটেছে। ফলে তা এখনও ব্রহ্মাণ্ডের হিসাবে সদ্যোজাতই।

যা এখনও তার নিজের জন্মকালের আগুনে জ্বলছে। তারই আলোয় ঝলমল করছে। কিন্তু তাকে আগলে রাখা সেই ধুলোর কুণ্ডলী সেভাবে নেই। ফলে তা নাসার বিজ্ঞানীদের নজর কেড়ে নিয়েছে।

বিজ্ঞানীরাও মেনে নিচ্ছেন যে এমনটা সচরাচর হয়না। এত কমবয়সী কোনও গ্রহ দেখতে পাওয়ার কথাই নয়। এটির জন্ম হয়েছে টরাস মলিকিউলার ক্লাউডে। যা মহাশূন্যের আঁতুড়ঘর বলেও পরিচিত।

কারণ এখানে একের পর এক গ্রহ তারার জন্ম হতেই থাকে। প্রসঙ্গত যে সদ্যোজাত গ্রহটিকে নাসার বিজ্ঞানীরা দেখতে পেলেন তা এখনও পর্যন্ত মহাশূন্যে দেখা যাওয়া সবচেয়ে কমবয়সী গ্রহ।

Share
Published by
News Desk
Tags: NASA