SciTech

কয়েকদিনের জন্য ৩৮ বছর ধরে ইউরেনাসকে ভুল চিনলেন সকলে

ইউরেনাসকে চিনতে ভুল হয়েছিল। ভয়েজার ২-এর পাঠানো তথ্য সত্ত্বেও ভুলটা হয়েছিল। আর তা হয়েছিল কয়েকটা দিনের এদিক ওদিকে। সব কথা জানতে পারলেন বিজ্ঞানীরা।

Published by
News Desk

সৌরমণ্ডলের অন্যতম গ্রহ ইউরেনাস। অনেকটা পিছনের দিকে থাকায় তার সম্বন্ধে খুঁটিয়ে তথ্য এখনও বিজ্ঞানীদের কাছে নেই। তবে ইউরেনাসকে অনেকটা কাছ থেকে চেনার সুযোগ বিজ্ঞানীদের হয়েছিল ১৯৮৬ সালেই।

সে সময় ভয়েজার ২ যানটি ইউরেনাসের সবচেয়ে কাছ দিয়ে উড়ে যাওয়ার সময় যে ছবি পাঠিয়েছিল, যে তথ্য পাঠিয়েছিল তা পরীক্ষা করে তখন বিজ্ঞানীরা এই বিষয়ে নিশ্চিত হয়েছিলেন যে ইউরেনাস এই সৌরমণ্ডলের একটি ছন্নছাড়া গ্রহ। যার সঙ্গে অন্য কোনও গ্রহের মিল নেই।

ইউরেনাসের চৌম্বকীয় ক্ষেত্র সম্বন্ধেও একটা ধারনা পান বিজ্ঞানীরা। ভয়েজার ২-এর পাঠানো তথ্য অনুসারে সেই ধারনাই বদ্ধমূল ছিল বিজ্ঞানীদের মনে। কিন্তু তা যে কতটা ভুল ছিল তা হালফিলে ফের ভয়েজারের পাঠানো তথ্য পরীক্ষা করে জানতে পেরেছেন তাঁরা। এটাও জানতে পেরেছেন এ ভুলের কারণ ভুল সময় ভয়েজারের ইউরেনাসের খুব কাছ দিয়ে উড়ে যাওয়া।

বিজ্ঞানীরা জানতে পেরেছেন, ভয়েজার ২ যখন ১৯৮৬ সালে ইউরেনাসের কাছে পৌঁছয় তখন ইউরেনাস এক অযাচিত মহাজাগতিক ঝঞ্ঝার মুখে পড়েছিল। যাতে সে সাধারণভাবে পড়েনা। এর প্রভাব মাত্র কয়েকদিনের জন্যই ইউরেনাসের ওপর পড়েছিল। তার চৌম্বকীয় ক্ষেত্রের ওপর তার বিপুল প্রভাব পড়েছিল।

সেই সময় যে প্রভাব পড়েছিল তা ইউরেনাসের আসল রূপ নয়। ঝঞ্ঝা বিধ্বস্ত এক অচেনা অবস্থা। যা কয়েকদিনের মধ্যেই ফের বদলে স্বাভাবিক ইউরেনাস সূর্যকে প্রদক্ষিণ করতে থাকে।

কিন্তু ওই মহাজাগতিক ঝঞ্ঝার প্রভাবে মাত্র কয়েকদিনের জন্য থাকা ইউরেনাসেরই কাছে পৌঁছেছিল ভয়েজার ২। ফলে সেই সময়ের তথ্যই সে সংগ্রহ করে। যা আসল ইউরেনাসকে সে সময় চিনতে দেয়নি। ফলে এতদিন ভুল ধারনা ছিল। এখন ইউরেনাসকে সঠিকভাবে চিনতে পারছেন বিজ্ঞানীরা। ভুল ধারনা ভেঙেছে।

Share
Published by
News Desk
Tags: NASA

Recent Posts