SciTech

চাঁদের কোন কোন জায়গায় মানুষ নিয়ে নামতে পারে আর্টেমিস ৩ মিশন, জানা গেল সব নাম

চাঁদে মানুষ পাঠানোর উদ্যোগ জোরকদমে এগোচ্ছে নাসা। তাদের আর্টেমিস ৩ মিশনে চাঁদে মানুষ নামবে। কোথায় কোথায় নামতে পারে সেই জায়গাগুলোর নাম স্থির হয়ে গেল।

Published by
News Desk

পৃথিবীতে কোথাও যাওয়ার হলে যেমন সেই জায়গার নাম জানানো হয়, তেমনই চাঁদেও মানুষ কোথায় নামবে, চাঁদের কোন দিকে নামবে, কেন সেসব জায়গাই বাছা হল তা অনেকটা পরিস্কার হয়ে গেল।

নাসা তার আর্টেমিস ৩ মিশনে লাল গ্রহে মানুষ পাঠাতে চলেছে। সেখানে কোথায় নামবে যানটি। কোথায় মানুষ পা ফেলবে মাটিতে? এমন ৯টি জায়গা স্থির হয়ে গেল। এই ৯টি স্থানের যে কোনও একটি জায়গায় নামবে আর্টেমিস ৩।

কোথায় কোথায় সেই সব জায়গা? সবকটি স্থানই চাঁদের দক্ষিণ মেরুর আশপাশে। জায়গাগুলোর নাম হল, হাওয়ার্থ, মালাপার্ট ম্যাসিফ, মোনস মোটন মালভূমি, মোনস মোটন, নোবাইল রিম ১, নোবাইল রিম ২, দে গারলাশে রিম ২, স্ল্যাটার সমভূমি বা ক্যাবিয়াস বি-এর কাছের একটি পাহাড়ে।

এই ৯টির মধ্যে যে কোনও একটি বিন্দুতে নেমে পড়বে নাসার যান। সঙ্গে থাকবে মানুষ। কেন এই ৯টা জায়গা বেছে নিল নাসা? এর পিছনেও কারণ রয়েছে।

এই জায়গাগুলিতে এমন সব তথ্য অপেক্ষা করছে যা চাঁদকে দ্রুত এবং সঠিকভাবে চিনতে বিজ্ঞানীদের সাহায্য করবে। সেখানেই অবতরণ করলে সেই তথ্য সংগ্রহ অনেক সহজ হবে মহাকাশচারীদের জন্য।

আর্টেমিস ৩ মিশন যদি সফল হয় তাহলে চাঁদের দক্ষিণ মেরুতে এই প্রথম মানুষের পা পড়বে। প্রসঙ্গত ভারতের চন্দ্রযান-৩ দক্ষিণ মেরুতে পদার্পণ করেছে। তবে মানুষ নিয়ে নয়।

Share
Published by
News Desk
Tags: NASA

Recent Posts