SciTech

তবে কি ভিনগ্রহীরা আছে, মঙ্গলে এমন কি দেখে ফেলল নাসার যান

ভিনগ্রহী বা এলিয়েনরা কি রয়েছে? এ প্রশ্ন বহুদিনের। এ নিয়ে নানা তর্ক বিতর্ক রয়েছে। তবে নাসার যান মঙ্গলগ্রহে যা দেখল তাতে এই প্রসঙ্গটি নতুন দিক পেল।

Published by
News Desk

মঙ্গলগ্রহে ঘুরে বেড়াচ্ছে নাসার যান পারসিভিয়ারেন্স রোভার। এই রোবট যান নানা কাজে পটু। মঙ্গলের খুঁটিনাটি খবর যেমন সে দিচ্ছে, তেমন লাল গ্রহের নানা ছবি সে পাঠিয়ে চলেছে। সেই ছবিই এবার অবাক করে দিল বিজ্ঞানীদের।

যা দেখার পর নতুন করে ভিনগ্রহীদের অস্তিত্ব নিয়ে চর্চা শুরু হয়েছে। কারণ মঙ্গলগ্রহের মাটি ও পাথরের এমন এক ছবি যানটি পাঠিয়েছে যাতে অবিকল একটি মানুষের মাথার মত দেখতে পাথর দেখা গেছে।

যা দেখে মনে হচ্ছে একটি মানবদেহ থেকে মুণ্ডটি আলাদা করা হয়েছে। আর সেই মুণ্ড সূর্যের আলোয় ক্ষয়প্রাপ্ত হচ্ছে। করোটিটি যেন ক্রমশ শুকিয়ে যাচ্ছে।

যা দেখার পর এখন ফের মঙ্গলে জীবন থাকা নিয়ে চর্চা গতি পেয়েছে। এটাও বিজ্ঞানীরা দেখেছেন যে যে পাথরের টুকরো দেখতে হুবহু মানুষের মাথার মত তা মঙ্গলগ্রহের চেনা পাথরের সঙ্গে মেলে না। একটু আলাদা।

মঙ্গলগ্রহে অবশ্য এর আগেই চমকে দেওয়া সব পাথর দেখতে পেয়েছে নাসার যান পারসিভিয়ারেন্স। যেমন একটি খোলা বই-এর মত হুবহু একটি পাথর আগে দেখতে পাওয়া গিয়েছে।

আবার কোথাও ভাল্লুকের মুখের আদল নজর কেড়েছে। ফলে এই শুকনো পাথর আর ধুলোয় ভরা প্রান্তরের লাল গ্রহটি বারবার বিজ্ঞানীদের নতুন করে ভাবাচ্ছে। মঙ্গল সম্বন্ধে অনেক ধারনা বদলে দিচ্ছে।

Share
Published by
News Desk
Tags: NASA

Recent Posts