কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে পৃথিবী, প্রতীকী ছবি
পৃথিবী তার নিজের অক্ষে ঘুরছে। এ তো ছোটবেলার ভূগোলের জ্ঞান থেকে সকলের জানা। পৃথিবীর সেই অক্ষে আবর্তনে পরিবর্তন তৈরি হয়েছে। ১২০ বছরে পাওয়া নানা তথ্য পর্যালোচনা করে বিজ্ঞানীরা এই বিষয়ে নিশ্চিত হয়েছেন।
তাঁরা হিসাব করে দেখেছেন গত ১২০ বছরে পৃথিবী তার অক্ষে ঘোরার ক্ষেত্রে কিছুটা হলেও সরেছে। প্রায় ৩০ ফুট এদিক ওদিক হয়েছে। এই ১২০ বছরে অক্ষে ৩০ ফুট বদল পৃথিবীর অক্ষে আবর্তিত হওয়ার গতিতেও বদল এনেছে।
আর সেই বদলের হাত ধরে বদলে গেছে দিনের সময়। এখন পৃথিবীর ১টি দিন আগের থেকে একটু বেড়েছে। তা হিসাবেই পেয়েছেন বিজ্ঞানীরা।
কেন এভাবে অক্ষে পরিবর্তন তৈরি হল? বিজ্ঞানীরা জানাচ্ছেন এজন্য মূলত দায়ী বরফের জল হয়ে যাওয়া। জলবায়ু পরিবর্তনের হাত ধরে পৃথিবীর বুকে জমে থাকা বরফের স্তর গলতে শুরু করেছে। বরফ গলে জল হয়ে যাচ্ছে।
সেই জল আবার সমুদ্রের জলের সঙ্গে মিশছে। ফলে সমুদ্রের জলস্তর বাড়ছে। মাটির তলার জলেও পরিবর্তন তৈরি হচ্ছে। তারও প্রভাব পড়ছে।
সব মিলিয়ে যা হয়েছে তা হল গত ১২০ বছরে পৃথিবীর অক্ষ ৩০ ফুটের মত সরেছে। যা সরাসরি পৃথিবীর দিনের হিসাবে প্রভাব ফেলেছে।
পৃথিবী নিজের অক্ষে ১ বার ঘুরতে একটু হলেও বেশি সময় নিচ্ছে। আবহাওয়ার পরিবর্তন যে পৃথিবীর গতিকেও প্রভাবিত করছে তা এবার পরিস্কার হয়ে গেল। এমন তথ্য সামনে এনেছে নাসা।
মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…