SciTech

মহাশূন্যে চমক জাগানো ময়ূর দেখল নাসার চন্দ্র

ফের মহাশূন্যে চমক। বিষয়টি অজ্ঞাত ছিলনা। তবে ময়ূরকে সামনে আনল একটি ছবি। মহাশূন্যের ছবি। পৃথিবী থেকে বহু বহু দূরে।

Published by
News Desk

মহাশূন্যে যে কত কিছু লুকিয়ে আছে তা এখনও মানুষের বোঝার বাইরে। তবে বোঝার চেষ্টা তার জন্য থেমে নেই। তার ফলে এখন মহাশূন্যের নানা কিছু আস্তে আস্তে জানতে পারছেন বিজ্ঞানীরা।

নাসার চন্দ্র এক্স-রে অবজারভেটরি এবার এমনই এক চমকপ্রদ ছবি তুলে ফেলল মহাশূন্যের। যেখানে দেখা গেল একটি পাক খাওয়া নক্ষত্রপুঞ্জ।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, এর আয়তন আকাশগঙ্গার ৫ গুণ বেশি। পৃথিবী সহ সৌরমণ্ডল যে নক্ষত্রপুঞ্জের অন্তর্গত, সেই আকাশগঙ্গা আদপে এর কাছে অত্যন্ত ছোট একটি নক্ষত্রপুঞ্জ। যেখানে রয়েছে প্রচুর নক্ষত্র সমাবেশ। যাকে বলা হয় ময়ূর নক্ষত্রপুঞ্জ।

২০১৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও চিলির বিজ্ঞানীরা এই নক্ষত্রপুঞ্জটির প্রথম খোঁজ পেয়েছিলেন। সে সময় তাঁরা হিসাব করে জানান, ওটাই ছিল মহাশূন্যে পাওয়া সবচেয়ে বড় পাক খাওয়া নক্ষত্রপুঞ্জ।

পৃথিবী থেকে ৫ লক্ষ ২২ হাজার আলোকবর্ষ দূরে অবস্থান করছে এই ময়ূর নক্ষত্রপুঞ্জটি। বোঝাই যাচ্ছে তা গভীর মহাশূন্যের কতটা গভীরে অবস্থান করছে। তার ২৪টির মত ছবি তুলে ফেলেছে চন্দ্র। যার একটি প্রকাশ করেছে নাসা।

যন্ত্রে ভরসা করে এখন লক্ষ কোটি আলোকবর্ষ দূরের মহাজাগতিক কাণ্ডকারখানাও মানুষ সহজে জানতে পারছেন। এত কিছুর মধ্যেই বিজ্ঞানীরা খুঁজে বেড়াচ্ছেন যদি মহাশূন্যে দ্বিতীয় কোনও পৃথিবীর দেখা পেয়ে যান। যেখানে মানুষ বা মানুষের মত প্রাণ রয়েছে। এমনকি প্রাণ থাকতে পারে এমন সব মহাজাগতিক বস্তুর খোঁজও চালিয়ে যাচ্ছেন তাঁরা।

Share
Published by
News Desk
Tags: NASA

Recent Posts