SciTech

লাল গ্রহে বেগুনি বৃষ্টি, তাক লাগানো ছবি তুলল নাসা

লাল গ্রহ মঙ্গল নিয়ে বিজ্ঞানীরা এখন অত্যন্ত কৌতূহলী। সেখানে যান পাঠানোর পর মঙ্গলকে নতুন করে চিনছেন তাঁরা। সেখানেই এবার বেগুনি বৃষ্টি দেখলেন বিজ্ঞানীরা।

Published by
News Desk

মঙ্গলগ্রহ লাল গ্রহ হিসাবেই পরিচিত। তার জমিতে লালচে রংয়ের প্রাধান্য তাকে লাল গ্রহ করেছে। পৃথিবী থেকে খালি চোখেও মঙ্গলগ্রহকে দেখলে তাকে একটু লালচেই লাগে। সেই লাল গ্রহের নানা অজানা রহস্য এখন জেনে ফেলেছেন বিজ্ঞানীরা। আবার অনেক কিছুই এখনও জানা বাকি। এর মধ্যেই নাসার যান মঙ্গলগ্রহে বেগুনি বৃষ্টি দেখল।

কি এই পার্পল রেন বা বেগুনি বৃষ্টি? নাসার ম্যাভেন নামে একটি যান মঙ্গলগ্রহে নামেনি, তবে তাকে প্রদক্ষিণ করে চলেছে। ম্যাভেনে থাকা ইমেজিং আলট্রাভায়োলেট স্পেকট্রোগ্রাফ ইন্সট্রুমেন্ট মঙ্গলগ্রহের নানা অংশের ছবি তুলছে। নানা বিষয় পরীক্ষাও করছে।

সেখানেই মঙ্গলগ্রহের অন্ধকার দিকে একটি কাণ্ড দেখতে পাওয়া গিয়েছে। মঙ্গলগ্রহের রাতের অন্ধকারে ভরা দিকে অরোরা দেখতে পাওয়া গিয়েছে। যা অ্যানিমেট করে সামনে এনেছে নাসা।

অ্যানিমেশনে মঙ্গলের অরোরা, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @nasa

নাসা তাদের সোশ্যাল মিডিয়াতে ছবিটি শেয়ার করেছে। যেখানে অরোরার জন্য মঙ্গলগ্রহের রাতের অন্ধকারে ঢাকা অংশে বেগুনি বৃষ্টির মত দেখতে পাওয়া গিয়েছে।

ছবিতে নাসার বিজ্ঞানীরা মঙ্গলের অন্ধকার দিক জুড়েই অরোরা দেখতে পেয়েছেন। পৃথিবীতে যে অরোরা দেখতে পাওয়া যায় তাতে নানা রং দেখা যায়। আর তা মেরু অঞ্চলে বা লাগোয়া অঞ্চলে দেখতে পাওয়া যায়।

কিন্তু মঙ্গলগ্রহে অরোরা মানে বেগুনি রংয়ের প্রাধান্য। সেটাই ধরা পড়েছে নাসার যানের নজরে। যা মঙ্গলের রাতের অন্ধকারে ঘেরা একটি অর্ধ জুড়েই দেখতে পাওয়া গিয়েছে।

Share
Published by
News Desk
Tags: NASA