মহাকাশে ভেসে বেড়াচ্ছে আলু, ছবি দিয়ে তাক লাগাল নাসা
মহাশূন্যে আলু ব্যাপারটা শোনার পর অবাক লাগতেই পারে। এও আবার হয় নাকি? নাসা অবশ্য একটি ছবি পোস্ট করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে।
মহাশূন্যে ভেসে বেড়াচ্ছে একটা আলু। একে নাসা বলছে মহাকাশের আলু! সে ছবি তারা তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছে। যা দেখার পর বিশ্বজুড়ে মহাকাশ নিয়ে কৌতূহলী মানুষজনের মধ্যে রীতিমত হইচই পড়ে গেছে।
মহাকাশে ভেসে বেড়ানো আলুর সম্বন্ধে যাবতীয় তথ্যও দিয়েছে নাসা। এই আলুর সূত্রধর মঙ্গলগ্রহ। লাল গ্রহ নিয়ে যেমন পুরোদমে বৈজ্ঞানিক পরীক্ষা চলছে, তেমনই তার উপগ্রহদের নিয়েও চলছে গবেষণা।
মঙ্গলগ্রহের একটি উপগ্রহ হল ফোবোস। মঙ্গলের ২টি উপগ্রহ রয়েছে। যার মধ্যে বড়টি হল ফোবোস। ছোটটি ডিমোস। এই বড় উপগ্রহ ফোবোস গোলাকার নয়। বরং তা একেবারেই এবড়োখেবড়ো ধরনের। যা দেখতে অনেকটা আলুর মত।
আলুর যেমন নির্দিষ্ট কোনও আকার হয়না, তেমন ফোবোসের নিটোল আকার নয়। তাই মহাকাশের আলু বলে ডাকা হয় তাকে। সেই মহাকাশের আলু ফোবোসের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে নাসা।
ফোবোসের আকার ২৭ বাই ২২ বাই ১৮ কিলোমিটার। বোঝাই যাচ্ছে তা বেশ ছোটই। আকার তেমন একটা না থাকায় ফোবোসের মাধ্যাকর্ষণ শক্তিও তেমন একটা কার্যকরী নয়। ফোবোসের গায়ে কয়েকটি ক্রেটার রয়েছে। তারমধ্যে সবচেয়ে বড় ক্রেটারটি দেখলে সাদা রংয়ের মনে হয়। নাম স্টিকনি ক্রেটার।
মঙ্গলগ্রহকে প্রদক্ষিণ করতে ফোবোস অল্প সময় নেয়। ১ দিনে ফোবোস ৩ বার মঙ্গলকে প্রদক্ষিণ করে ফেলে। মহাকাশের আলু বলে খ্যাত ফোবোসের কোনও বায়ুমণ্ডল নেই।













