SciTech

মঙ্গলে থাকার বন্দোবস্ত পাকা, প্রথম দফায় কাটবে ৪৫ দিন

পৃথিবী ছাড়া আর কোথায় থাকা যেতে পারে? মঙ্গলগ্রহকেও ভাবনার মধ্যে রেখেছেন বিজ্ঞানীরা। সেই মঙ্গলগ্রহে ৪৫ দিন কেমন কাটতে চলেছে ৪ মহাকাশচারীর।

Published by
News Desk

লাল গ্রহ মঙ্গলের মাটিতে ঘুরবেন তাঁরা। পরনে থাকবে মঙ্গলের মাটিতে ঘোরার মত প্রয়োজনীয় মহাকাশচারীর পোশাক। মঙ্গলের শুকনো পাথুরে লালচে মাটি, শুকনো চারধার, অচেনা পরিবেশে তাঁরা থাকবেন। তাঁরা মানে ৪ মহাকাশচারী।

১দিন, ২ দিন নয়, টানা ৪৫ দিন সেখানে কাটাতে হবে তাঁদের। মঙ্গলগ্রহে সেই ৪৫ দিন কাটানোর পর ফের পৃথিবীতে ফেরত আসা। এটাই হল পুরো মিশন। আর তার জন্য তৈরি ৪ মহাকাশচারী। নাসার তরফে এই মঙ্গলে ৪৫ দিনের ব্যবস্থা করা হয়েছে।

৪ মহাকাশচারী অবশ্য পৃথিবী ছেড়ে মঙ্গলে পাড়ি দেবেন না। বরং পৃথিবীতেই তৈরি হয়েছে মঙ্গলগ্রহের পরিবেশ। হুবহু মঙ্গলগ্রহের পরিবেশ পরিস্থিতি তৈরি করে ফেলা হয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র জনসন স্পেস সেন্টারে।

সেখানেই আগামী ১০ মে প্রবেশ করবেন ৪ জন। মহাকাশচারীর বেশে তাঁরা প্রবেশ করবেন। তারপর সেখানে মঙ্গলে থাকার মতই ৪৫ দিন থাকবেন তাঁরা।

মঙ্গলে পৌঁছে যেভাবে মহাকাশচারীরা পরীক্ষার কাজ চালাবেন, তাঁরাও সেখানে সেভাবেই কাজ চালাবেন। টানা ৪৫ দিন তাঁরা ওই কৃত্রিমভাবে তৈরি মঙ্গলগ্রহে থাকবেন। ২৪ জুন তাঁরা পৃথিবীতে ফেরত আসার মতই সেই ঘেরাটোপ থেকে বাস্তব পৃথিবীর মধ্যে ফেরত আসবেন।

মঙ্গলে মানুষ পাঠানোর উদ্যোগ শুরু হয়েছে। তারই অংশ হিসাবে এই পরীক্ষার কাজ। যেখানে মঙ্গলের মাটিতে হাঁটার বিরল অভিজ্ঞতাও হবে এই মহাকাশচারীদের।

তাঁদের কাছে বার্তা পৌঁছতেও দেরি হবে। যেমনটা মঙ্গলে হতে পারে। এতে মঙ্গলের মাটিতে মহাকাশচারীরা সত্যিই পৌঁছনোর পর কি হতে পারে তার ইঙ্গিত পাবেন বিজ্ঞানীরা। সমস্যা থাকলে সেগুলি এখন থেকেই মেটানোর চেষ্টা করবেন তাঁরা।

Share
Published by
News Desk
Tags: NASA

Recent Posts