SciTech

ছাদ ফুটো করে মহাকাশ থেকে আছড়ে পড়া রহস্যময় বস্তুটি কি জানাল নাসা

গৃহস্থের বাড়ির ছাদ ফুটো করে সেটি আছড়ে পড়েছিল ঘরের মেঝেতে। কি সেটাই বোঝা যাচ্ছিল না। এতদিন পর সেটি কি জানাল নাসা।

Published by
News Desk

রীতিমত ভয় গ্রাস করেছিল ওই পরিবার ও আশপাশের মানুষকে। হবে নাই বা কেন, একটা ধাতব পদার্থ ছাদ ফুটে করে ঘরের মেঝেতে এসে আছড়ে পড়ল। তাই কখনও হয়? কেউ যদি তা দূর থেকে ছুঁড়েও থাকে তাহলে তা ছাদ ফুটো করার ক্ষমতা ধরে না।

কিন্তু এই মাত্র ৪ ইঞ্চির মোটাসোটা ধাতব পদার্থটি ছাদের মধ্যে ফুটো করে ঢুকে পড়ে। বস্তুটি যে কি তাই কেউ বুঝতে পারছিলেননা। ফলে জল্পনা বাড়ছিল।

ওটি যে মহাকাশ থেকে এসে আছড়ে পড়েছে তা মোটামুটি নিশ্চিত হয়ে যান সকলে। কিন্তু মহাকাশ থেকেই বা ওটা কি এসে আছড়ে পড়েছে সেটাই বোঝা যাচ্ছিল না। এমনকি ভিনগ্রহীদের তত্ত্বও উড়িয়ে দিতে পারছিলেননা অনেকে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার কাছেও খবরটি পৌঁছয়। মার্কিন মুলুকের ফ্লোরিডার নেপলসের এই গৃহস্থের বাড়িতে আছড়ে পড়া বস্তুটি নাসা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে যায়।

গত ৮ মার্চ সেটি আছড়ে পড়ে। তারপর এতদিনে নাসা নিশ্চিত করে জানাল বস্তুটি কি। নাসা জানিয়ে দিয়েছে ওটি আদপে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ভেঙে পড়েছে পৃথিবীতে।

জিনিসটি আদপে ব্যাটারিকে ধরে রেখেছিল। ভেঙে পড়ার পর সেটির আশপাশের অনেক কিছুই পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় ধ্বংস হয়ে যায়।

ঘরে আছড়ে পড়া রহস্যময় বস্তু, ছবি – সৌজন্যে – এক্স – @Alejandro0tero

কিন্তু একটি টুকরো নষ্ট হয়নি। সেটি অতিরিক্ত গতিতে এসে আছড়ে পড়ে ফ্লোরিডার ওই পরিবারের ছাদে। তারপর ছাদ ফুটো করে আছড়ে পড়ে মেঝেতে।

Share
Published by
News Desk