SciTech

১৯৭ দিন পর পৃথিবীর হাওয়ায় শ্বাস নিলেন ওঁরা ৪ জন

সে এক দীর্ঘসময়। প্রায় সাড়ে ৬ মাস। এই সাড়ে ৬ মাসে তাঁরা শ্বাস নেওয়ার জন্য পৃথিবীর বাতাস পাননি। অবশেষে ১৯৭ দিন পর প্রাণভরে শ্বাস নিলেন তাঁরা।

Published by
News Desk

পৃথিবীর খোলা হাওয়ায় শ্বাস নেওয়া। পৃথিবীর মাটিতে হাঁটা। গাছপালা, বাড়িঘর, গাড়িঘোড়া দেখতে পাওয়া যে কতটা সুখের হয় তা যাঁরা দীর্ঘদিন পান না তাঁরাই বোঝেন। তা কম দিন নয়। ১৯৭ দিন পৃথিবীতে থাকার অনুভূতিটা হারিয়ে গিয়েছিল তাঁদের জীবন থেকে।

ভেসে বেড়ানো, বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা, ভেসে ভেসে খাওয়া আর প্রয়োজনে বিশ্রাম। এই ছিল জীবন। পরনে অবশ্য সাধারণ পোশাক থাকত। যদিও সে অভিজ্ঞতাও এ পৃথিবীর হাতেগোনা কয়েকজনেরই হয়।

সেই সৌভাগ্যবানদের দলে পড়েন এই ৪ জন। নাসার জেসমিন মোঘবেলি, ইউরোপিয়ান স্পেস এজেন্সির আন্দ্রেয়াস মোগেনসেন, জাপানের জাক্সা-র সাতোশি ফুরুকাওয়া এবং রাশিয়ার রসকসমস-এর কনস্টানটিন বোরিসভ। এই ৪ নভশ্চর গত বছরের ২৬ অগাস্ট পাড়ি দিয়েছিলেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে।

তারপর সেখানে মহাকাশে পাড়ি দিলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর তার প্রভাব, স্পেস স্টেশনে ফসল ফলানো এবং নিকাশি জল থেকে দূষণ ছেঁটে ফেলার ওপর গবেষণা চালিয়ে গেছেন দিনের পর দিন।

১৯৭ দিন এই ৩ প্রকার গবেষণা সেরে তাঁরা এবার ফিরলেন পৃথিবীতে। স্পেসএক্স ড্রাগন মহাকাশযানে চেপে তাঁরা ফিরে আসেন। সফলভাবেই আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে পৃথিবীর মাটি ছুঁয়েছেন তাঁরা।

পৃথিবীতে ফেরত আসা ৪ নভশ্চর, ছবি – সৌজন্যে – নাসা ডট গভ

ফ্লোরিডার পেনসাকোলা উপকূলে তাঁরা সফলভাবে অবতরণ করেন। ৪ নভশ্চরই সুস্থ আছেন। তাঁদের সফলভাবে পৃথিবীতে ফিরে আসার কথা এক্স হ্যান্ডলে জানায় স্পেসএক্স। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk