SciTech

চাঁদে স্লিম করছেটা কি, দেখে গেল নাসার যান

কেমন আছে স্লিম, কি করছে সে, ভাল করে সেটাই একবার দেখে গেল নাসার যান। দূর থেকেই ভাল করে নজর করল সে।

Published by
News Desk

নাসার যান চাঁদের চারধারে ঘুরপাক খাচ্ছে। চাঁদের মাটির খুব কাছ দিয়েই তার প্রদক্ষিণ পর্ব চলছে। চাঁদের চারধারে কড়া নজর রাখাই তার কাজ। তথ্যসংগ্রহ করা কাজ। নাসার সেই লুনার রিকনেসান্স অরবিটার বা এলআরও-র এবার নজরে পড়ল চাঁদের মাটিতে নামা জাপানের রোভার স্লিম।

স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন বা স্লিম-কে সফলভাবেই চাঁদের মাটিতে নামাতে সক্ষম হয় জাপান। গত ২০ জানুয়ারি স্লিম চাঁদের মাটিতে সফল অবতরণ করে। তারপরই জাপান ঢুকে পড়ে চাঁদের মাটিতে পা রাখা আরও ৪ দেশের ক্লাবে।

এর আগে এই সাফল্য রয়েছে আমেরিকা, রাশিয়া চিন ও ভারতের ঝুলিতে। পঞ্চম দেশ হিসাবে জাপান চাঁদের মাটিতে পা দিল।

সেই স্লিম চাঁদের মাটিতে করছেটা কি, সেটাই একবার ভাল করে দেখে গেল নাসার যান। এর আগে ভারতের বিক্রমেরও খোঁজ পেয়েছিল নাসার যানটি। এবার জাপানের যানকে দেখে গেল সে।

চাঁদে স্লিম নামার পর এই প্রথম তার দেখা পেল নাসার এলআরও। ঠিক যেখানে নেমেছিল সেই শিওলি ক্রেটারের উপর দিয়ে যাওয়ার সময় তার নজরে পড়ে স্লিম।

চাঁদের মাটি থেকে মাত্র ৮০ কিলোমিটার উপর দিয়ে উড়ে যাচ্ছিল নাসার যানটি। তখনই স্লিমকে দেখতে পায় চাঁদের জমিতে। এতে জাপানের মহাকাশ বিজ্ঞানীরা তাঁদের পাঠানো যান সম্বন্ধে একদম চোখে দেখা খবর পেলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: JapanNASA

Recent Posts