SciTech

মঙ্গলগ্রহের পুরোটা চিনতে সূর্যের ভরসায় ম্যাগি পাঠাতে চায় নাসা

মঙ্গলগ্রহকে চিনতে এখন নাসার যান লাল গ্রহের মাটিতে ঘুরছে। তবে তা মঙ্গলের একটি নির্দিষ্ট জায়গায় ঘুরছে। মঙ্গলকে পুরো চিনতে এবার সূর্যের ভরসায় অভিযান চাইছে নাসা।

Published by
News Desk

মঙ্গলগ্রহকে চিনতে তার চারধারে ঘুরছে একাধিক যান। তথ্যসংগ্রহ করছে। এছাড়া নাসার পারসিভিয়ারেন্স রোভার বা ইনজেনুইটি হেলিকপ্টার, মঙ্গলের মাটিতে ঘুরে, আকাশে উড়ে তথ্যসংগ্রহ করে মাঙ্গলকে অনেকটা চিনতে সাহায্য করছে।

কিন্তু এবার মঙ্গলকে আরও ভাল করে চিনতে চাইছে নাসা। নাসার বিজ্ঞানীরা তাই এবার পুরো মঙ্গলকে চেনার কথা ভাবছেন।

আর তা চেনার জন্য মঙ্গলের যেখানে ইচ্ছা যান নামানোর বা সেই মাটির ওপর দিয়ে ওড়ানোর কথা ভাবছেন। এজন্য তাঁরা সূর্যের ওপর ভরসা রাখতে চাইছেন। কার্যত এই অভিযান সফল করতে সূর্যই একমাত্র ভরসা তাঁদের।

নাসার বিজ্ঞানীরা এবার একটি আস্ত বিমানই পাঠাতে চাইছেন মঙ্গলে। যে উড়োজাহাজ বা বিমানের ২ ধারে ডানার মত লাগানো থাকবে সোলার প্যানেল। লম্বা হয়ে চলে যাবে সেই সোলার প্যানেল।

সূর্যের আলো থেকে সে তার জ্বালানি তৈরি করবে। যা দিয়ে সেই বিমান উড়বে। এই বিমান সূর্যের আলো থেকে জ্বালানি তৈরি করে উড়বে, ওঠানামাও করবে।

মঙ্গলের ওপর যে কোনও জায়গায় এই বিমানকে নামানো যাবে। আবার সেখান থেকে সেটি আকাশেও উড়ে যেতে পারবে। এমনভাবেই তৈরি করা হচ্ছে মার্স এরিয়াল অ্যান্ড গ্রাউন্ড ইনটেলিজেন্ট এক্সপ্লোরার বা এমএজিজিআইই বা ম্যাগি নামে এই বিমান।

যা মঙ্গলে পাঠাতে চান নাসার বিজ্ঞানীরা। তারই উদ্যোগ শুরু করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: NASA