SciTech

হারিয়ে গিয়েও ফিরে এল মঙ্গলগ্রহে নাসার পাখি

মঙ্গলগ্রহকে চিনতে নাসার যান মঙ্গলগ্রহের মাটিতে ঘুরে বেড়াচ্ছে। আবার নাসার একটি পাখিও ডানা মেলছে মঙ্গলের আকাশে। সেই পাখি হারিয়ে গিয়ে ফিরেও এল।

Published by
News Desk

মঙ্গলগ্রহের নানা কথা এখন বিশ্ববাসীর জানা। মহাকাশ বিজ্ঞানীদের কাছে এসব তথ্য অত্যন্ত গুরুত্বের দাবি রাখে। নাসার যান পারসিভিয়ারেন্স তার কাজ দারুণভাবে চালিয়ে যাচ্ছে। সেই পারসিভিয়ারেন্সের সঙ্গে আরও একটি যান মঙ্গলে পাঠিয়েছিল নাসা।

ইনজেনুইটি নামে একটি হেলিকপ্টার পাঠিয়েছিলেন নাসার বিজ্ঞানীরা। পারসিভিয়ারেন্স যখন মঙ্গলগ্রহের মাটিতে ঘুরে সব তথ্য সংগ্রহ করবে, তখন মঙ্গলের আকাশে উড়ে মঙ্গলকে কিছুটা উপর থেকে পর্যবেক্ষণ করার কথা ছিল ওই হেলিকপ্টারের।

তাকে পাঠানোর সময় স্থির হয়েছিল সেটি ৫ বার মঙ্গলের আকাশে উড়বে। এটা একটা পরীক্ষামূলক উড়ান হবে। কিন্তু বিজ্ঞানীদের বেঁধে দেওয়া সেই ৫ বার উড়ানকে হেলায় হারিয়ে ৭২ বার ইতিমধ্যেই মঙ্গলের আকাশে উড়ে নিয়েছে ইনজেনুইটি।

সেই ইনজেনুইটি তার যোগাযোগ সরাসরি পৃথিবীর সঙ্গে রাখত না। সে তথ্য পাঠাত পারসিভিয়ারেন্সকে। ফলে তার সংযোগ ছিল পারসিভিয়ারেন্সের সঙ্গে। সেই সংযোগই বিচ্ছিন্ন হয়ে যায়।

ইনজেনুইটির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর মুষড়ে পড়েছিলেন বিজ্ঞানীরা। ৭২ তম উড়ানের সময় এই ঘটনা ঘটে। কিন্তু পরে নাসা জানায় দীর্ঘ সময় সংযোগ বিচ্ছিন্ন থাকার পর ফের সংযোগ স্থাপন হয়েছে। ইনজেনুইটির সঙ্গে পারসিভিয়ারেন্সের সংযোগ ফিরে এসেছে।

মঙ্গলের মাটিতে নাসার হেলিকপ্টার, ছবি – সৌজন্যে – নাসা ডট গভ

প্রসঙ্গত পারসিভিয়ারেন্স ইনজেনুইটির কাছ থেকে যা তথ্য সংগ্রহ করে, তা সে পৃথিবীতে পাঠায়। ইনজেনুইটি একটা হেলিকপ্টাররূপী ড্রোন। যা মঙ্গলের মাটি থেকে এখনও পর্যন্ত ৪০ ফুট উপর পর্যন্ত উড়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: NASA