SciTech

চাঁদে জোড়া ইতিহাস গড়তে ঝাঁপাল নাসা

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা এবার কার্যত পিছন থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিল চাঁদে একদম নতুন ইতিহাস গড়ার দৌড়কে সফল করতে।

Published by
News Desk

চাঁদে পা রাখা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ফের এক বড় সময়ের পর উৎসাহ দেখাল। তবে এবার একদম অন্যভাবে তা হতে চলেছে। নাসা এবার সরাসরি কিছু পাঠাচ্ছে না। বরং যাবতীয় সাহায্য করছে। এবার চাঁদের মাটিতে পা রাখার দৌড় শুরু করতে চলেছে ২টি মার্কিন মহাকাশযান।

যারা চাঁদে জল ও বরফ খুঁজে তা নিয়ে গবেষণা চালাবে। এছাড়া আরও অনেকগুলি কাজ তারা করবে চাঁদের মাটিতে পা রেখে। তবে সবার আগে এই জোড়া রোভারকে চাঁদে সফলভাবে পা রাখতে হবে।

২ মার্কিন বেসরকারি সংস্থা এবার নাসার সাহায্য নিয়ে চাঁদে পা রাখার দৌড় শুরু করছে। যদি তারা সফল হতে পারে তাহলে চাঁদে এই প্রথম কোনও বেসরকারি সংস্থার রোভার পা রাখবে।

মার্কিন সংস্থা অ্যাসট্রোবটিক টেকনোলজিস-এর নাসার হাত ধরে ৮ জানুয়ারি চাঁদে পাড়ি দেওয়ার কথা। অবশ্যই তাদের পুরো সাহায্য দিচ্ছে নাসা।

উড়ান যদি সফল হয় তাহলে আগামী ২৩ ফেব্রুয়ারি চাঁদে পা রাখবে এই ল্যান্ডার। তারপর তা থেকে বেড়িয়ে আসবে রোভার। ইতিহাস তৈরি হবে। কারণ এটাই প্রথম বেসরকারি সংস্থার কোনও যানের চাঁদে পা রাখা হবে।

অন্য একটি মার্কিন মহাকাশ বিজ্ঞান সংস্থাও এই একই লড়াই লড়তে চলেছে। তারা আবার ইলন মাস্কের স্পেসএক্স-এর ফ্যালকন রকেটে করে তাদের চাঁদে পা রাখার ল্যান্ডারকে পাঠাতে চলেছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে।

তারা যদি সঠিক সময়ে যাত্রা করে চাঁদে পৌঁছয় তাহলে দ্বিতীয় বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা হিসাবে চাঁদে পা রাখবে তারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: NASA