SciTech

মহাকাশে অদেখা রঙের খেলা দেখে নতুন বছর শুরু করল নাসা

নতুন বছর শুরু করল নাসা। আর নতুন বছরে নাসার হাতে এল মহাশূন্যের রঙিন ছবি। শুধুই কি ছবি, তার সঙ্গে জন্মও দেখলেন মহাকাশ বিজ্ঞানীরা।

Published by
News Desk

নতুন বছরে নতুন রংয়ের খেলায় চোখ ধাঁধিয়ে দিল নাসা। তবে সে রং মৃত্যুর রং। আবার জন্মেরও রং। নতুন বছরে পৃথিবী থেকে ১ লক্ষ ৬০ হাজার আলোকবর্ষ দূরে নক্ষত্রের মৃত্যু দেখল নাসা। নক্ষত্রের মৃত্যু মানে সে যখন তার জীবন শেষ করে তখন অবশেষে একটি সুপারনোভা হয়।

একটি বিস্ফোরণ। তারপরই শেষ হয়ে যায় সেই সূর্য। আর সেই বিস্ফোরণে প্রচুর গ্যাস ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ার মত গ্যাস। যা একটা সময়ের জন্য চারিদিক ঝাপসা করে দিয়েছিল।

তবে নাসার বিজ্ঞানীরা মনে করছেন একটা নয়, সেখানে জোড়া সুপারনোভা হয়েছে। প্রায় একসঙ্গে ২টি নক্ষত্রের মৃত্যু হয়েছে সেখানে।

বিজ্ঞানীরা আরও দেখলেন ওই দূরত্বে এমন এক বিশাল অংশ যেখানে প্রচুর নক্ষত্রের জন্ম হয়েই চলেছে। তাও আবার ৮ থেকে ১০ মিলিয়ন বছর ধরে। নতুন নক্ষত্র তৈরি হয়েই চলেছে।

যেগুলি নতুন হওয়ায় তাদের শক্তি অত্যন্ত বেশি। সেই প্রচুর সূর্যের জন্মস্থানে রং যেন নিজের আনন্দে খেলা করছে। এ এক চোখ জুড়িয়ে দেওয়া মহাজাগতিক রঙিন খেলা। যা দেখলেন নাসার বিজ্ঞানীরা।

আর তা দেখার জন্য ব্যবহার হল একাধিক অতি শক্তিশালী টেলিস্কোপ। চন্দ্র এক্স-রে অবজারভেটরি, স্পিৎজার স্পেস টেলিস্কোপ, হাবল স্পেস টেলিস্কোপ একত্রে হাতে হাত মিলিয়ে এই মহাজাগতিক বিরল দৃশ্য দেখার সুযোগ করে দিয়েছে মহাকাশ বিজ্ঞানীদের।

Share
Published by
News Desk
Tags: NASA

Recent Posts