SciTech

ধেয়ে আসছে গ্রহাণু, পৃথিবীর বায়ুমণ্ডলে নজর রাখছেন বিজ্ঞানীরা

একটি অতিকায় গ্রহাণু ছুটে আসছে। এই মহাজাগতিক পাথর বায়ুমণ্ডলে ঢুকে পড়বে না তো! সেদিকেই নজর রাখছেন বিজ্ঞানীরা।

Published by
News Desk

ওয়াশিংটন : আগামী রবিবার ভারতীয় সময় দুপুর সাড়ে ১২টা নাগাদ পৃথিবীর পাশ দিয়ে একটি অতিকায় গ্রহাণুর ছুটে যাওয়ার কথা। বিজ্ঞানীরা একটা বিষয়ে একটু চিন্তায় রয়েছেন। এই মহাজাগতিক পাথরটি পৃথিবীর বায়ুমণ্ডলে কোনওভাবে ঢুকে পড়বে নাতো! আপাতত সেদিকেই নজর রাখছেন তাঁরা। কত বড় মহাজাগতিক পাথর? বিজ্ঞানীরা বলছেন এটি নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চেয়েও অনেক বড় একটি প্রস্তর খণ্ড।

এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চেয়েও অনেক বড় একটি প্রস্তর খণ্ড ছুটছে সেকেন্ডে ৫.২ কিলোমিটার গতিতে। ১১ হাজার ২০০ মাইল প্রতি ঘণ্টা বেগে ওই অতিকায় চেহারার পাথরটি ছুটে যাওয়া নিয়ে সতর্ক রয়েছেন বিজ্ঞানীরা। মহাজাগতিক এই পাথরটির নাম রাখা হয়েছে রক ১৬৩৩৪৮। আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকেও এর দিকে নজরদারি চলছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন এটি একটি এটেন অ্যাস্টেরয়েড বা গ্রহাণু। যার পুরোটাই একটি পাথরখণ্ড। যদিও এটা প্রথম নয়, বিশ্বের গা ঘেঁষে আগেও অনেক গ্রহাণু ছুটে বেরিয়ে গেছে। যা একটা সময় অন্তর ঘুরে ঘুরে ফিরেও আসে। আপাতত বিজ্ঞানীরা রক ১৬৩৩৪৮-এর গতিবিধির দিকে নজর রাখছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: NASA

Recent Posts