মঙ্গলের দিগন্ত, ছবি – সৌজন্যে – নাসা ডট গভ
মঙ্গলগ্রহ নিয়ে যে গতিতে পরীক্ষা এগিয়ে নিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা তার হাত ধরে লাল গ্রহ সম্বন্ধে বহু নতুন তথ্য সাধারণ মানুষও জানতে পারছেন। মঙ্গলের মাটিতে ঘুরছে রোভার। মঙ্গলের আকাশে ওড়ানো হচ্ছে হেলিকপ্টার। মঙ্গলগ্রহকে প্রদক্ষিণ করে একাধিক অরবিটার ঘুরে চলেছে বছরের পর বছর।
এদের থেকে পাওয়া তথ্যে ভিত্তি করে মঙ্গলগ্রহকে এখন অনেকটাই চিনে ফেলেছেন বিজ্ঞানীরা। লাল গ্রহকে চেনার, জানার লড়াই অবশ্য থেমে নেই। যার হাত ধরে এল একটি দারুণ ছবি যা বিজ্ঞানীদেরও অবাক করেছে।
২০০১ সালে পৃথিবী থেকে মঙ্গলের দিকে পাড়ি দিয়েছিল ওডেসি। সেটির মঙ্গলে নামার কথা ছিলনা। বরং মঙ্গলকে প্রদক্ষিণ করার কথা ছিল। যা গত ২২ বছর ধরে করে চলেছে ওডেসি।
সেই ওডেসি এবার মঙ্গলের দিগন্তের একটি ছবি পাঠিয়েছে। যেখানে দেখা গেছে অদ্ভুত ধুলো ও মেঘের আস্তরণ। সেই স্তরে যেন রং খেলছে।
আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার উপরে রয়েছে। সেখান থেকে মাঝেমধ্যেই পৃথিবীকে দেখেন মহাকাশে গবেষণারত নভশ্চরেরা। মঙ্গলগ্রহের মাটি থেকেও একদম ঠিক এই উচ্চতাতেই ঘুরছে ওডেসি।
তাই ওডেসি-র চোখ দিয়ে মঙ্গল দর্শন নিশ্চিতভাবেই বিজ্ঞানীরা উপভোগ করছেন। মঙ্গলের দিগন্তের যে ছবি তাঁরা ওডেসির থেকে পেয়েছেন তা তাঁদের যেমন অনেক তথ্য দিচ্ছে তেমন তা দেখার আনন্দটাও উপভোগ করছেন বিজ্ঞানীরা। — তথ্যসূত্র — নাসা জেট প্রপালশন ল্যাবরেটরি