SciTech

চাঁদের মাটিতে দীর্ঘদিন থাকার উপায় খুঁজে পেলেন বিজ্ঞানীরা

চাঁদের মাটিতে দীর্ঘদিন থাকা বা মহাকাশ গবেষণার জন্য কিছু সুবিধার দরকার আছে। যা চাঁদে রয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। কি সুবিধা তাও জানিয়েছেন তাঁরা।

Published by
News Desk

চাঁদে এখন যান পাঠানো চলছে। হালফিল মানুষও চাঁদে যেতে চলেছে। ভারতের চন্দ্রযান ৩ চাঁদের মাটিতে ঘুমোচ্ছে। চাঁদ নিয়ে গবেষণা চলছে পুরোদমে। কারণ পৃথিবী ছাড়াও এখন মানুষ অন্য গ্রহ বা উপগ্রহে থাকার জায়গা খুঁজে বেড়াচ্ছে।

সেই গবেষণায় একটা বড় সাফল্য পেয়েছেন বিজ্ঞানীরা। অন্তত চাঁদে থাকা বা গবেষণার জন্য থাকার জন্য একটি সুবিধার খোঁজ পেয়েছেন তাঁরা।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, চাঁদে সোলার উইন্ড হাইড্রোজেনকে কাজে লাগিয়ে মলিকিউলার হাইড্রোজেন, জল বা হাইড্রক্সিল তৈরি করা যেতে পারে। যা আগামী দিনে চাঁদে থাকার জন্য উপকারি প্রমাণিত হবে।

মহাকাশ বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যেতে চাঁদে থেকে সেখান থেকে গবেষণামূলক কাজ এগিয়ে নিয়ে যাওয়া জরুরি বলে মনে করছেন তাঁরা। তাঁরা এটাও মনে করছেন যে যদি আগামী দিনে চাঁদে গিয়ে কোনওভাবে পাকাপাকিভাবে থাকার ব্যবস্থা করতে হয়, তাহলেও এই নতুন পাওয়া খোঁজ বড় সুবিধা হিসাবে সামনে আসতে পারে। যার ভরসায় এতদূর ভাবা যেতেই পারে।

চাঁদের মাটি ও গ্রহাণু থেকে পাওয়া নমুনা পরীক্ষা করে গবেষকেরা এটা বোঝার চেষ্টা করছেন যে কেমন করে চাঁদের মাটির সঙ্গে মহাকাশের জলবায়ু বিক্রিয়া করে।

যা জানতে পারলে চাঁদ নিয়ে গবেষণা আরও এগিয়ে যাবে। এর আগে একটি গবেষণা এটা পরিস্কার করেছে যে সোলার উইন্ড হিলিয়াম চাঁদের মাটির সঙ্গে মিশে আছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: NASA