SciTech

আকাশে হারিয়ে গেল মঙ্গলগ্রহ, সব সংযোগ বিচ্ছিন্ন, এবার কি করবে নাসা

সন্ধের আকাশে নজর দিলে সাধারণ মানুষ লাল বিন্দুতে মঙ্গলগ্রহ দর্শনের সুযোগ পেতেন। কিন্তু আকাশ থেকে বেমালুম হারিয়ে গেছে মঙ্গলগ্রহ। এবার কি করবে নাসা।

Published by
News Desk

রাতের আকাশে অনেকেই চোখ রাখা পছন্দ করেন। নিজেরা দেখেন নানা গ্রহ, তারা। আবার ছোটদের দেখিয়ে শেখান কোনটা কি! রাতের আকাশে লাল গ্রহ মঙ্গলের দেখা পাওয়া খুবই সহজ। লালচে বিন্দুতে অনেকেই আকাশে দেখতে পেতেন মঙ্গলগ্রহকে। টেলিস্কোপে নজর দিলে তো আরও স্পষ্ট করে দেখার সুযোগ হত।

কিন্তু সেই মঙ্গলগ্রহই তো হারিয়ে গেল আকাশ থেকে। গত ১১ নভেম্বর থেকে তার আর আকাশে দেখা পাওয়া যাচ্ছেনা। হারিয়ে গেছে লাল গ্রহ।

মঙ্গলকে শুধু দেখা যাচ্ছেনাই নয়, নাসার সঙ্গে মঙ্গলে পাঠানো রোভার ও অরবিটারদের সংযোগও বিচ্ছিন্ন হয়ে হয়েছে গেছে। তাহলে কি মঙ্গল চিরতরে ভ্যানিস হয়ে গেল সৌরমণ্ডল থেকে? অনেকের মনেই সে প্রশ্ন জাগছে।

ঠিক তা নয়। মঙ্গল যেমন ছিল তেমনই আছে। তবে ২ সপ্তাহের জন্য এই লাল গ্রহ সূর্যের পিছনে চলে গেছে। অর্থাৎ পৃথিবী ও মঙ্গলের মাঝে এখন অবস্থান করছে সূর্য। তাই মঙ্গলকে আর আকাশে দেখা যাচ্ছেনা।

এই অবস্থা ২৫ নভেম্বর পর্যন্ত বজায় থাকবে। তারপর ফের সূর্যের পিছন থেকে উঁকি দেবে মঙ্গল। ক্রমে তা আরও স্পষ্ট হবে। নাসা জানাচ্ছে এই সময় মঙ্গলে কোনও সিগনাল পাঠানো দুষ্কর।

মঙ্গলের বুকে নাসার যানের পার্কিং, ছবি – সৌজন্যে – নাসা ডট গভ

তাই নাসা ২৫ নভেম্বর পর্যন্ত মঙ্গলে ঘোরা রোভার বা অরবিটারের সঙ্গে কোনও যোগাযোগ স্থাপনের চেষ্টা করবেনা। কিন্তু অরবিটার ও রোভার নিজের কাজ যেমন করছে তেমনই চালিয়ে যাবে। তাতে কোনও ফাঁক পড়বে না। প্রতি ২ বছরে একবার করে সূর্যের পিছনে কিছু দিনের জন্য হারিয়ে যায় মঙ্গলগ্রহ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk