SciTech

ক্রমশ পুরু হচ্ছে বিষ বায়ুর চাদর, অস্বস্তি বাড়াল নাসার ছবি

বাতাসে বিষ যে কতটা ছড়িয়ে পড়ছে তার স্পষ্ট ধারনা দিল নাসার একটি উপগ্রহ চিত্র। যা এ দেশের একাংশের মানুষের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট।

Published by
News Desk

বাতাসে বিষের আনাগোনা। সে বিষ যে নিঃশ্বাসের সঙ্গে মিশে অজান্তেই শরীরে নিঃশব্দে হানা দিচ্ছে তা এতদিন শুনেছেন সকলে। এবার সেই বিষ দানবের চেহারাটাও দেখা হয়ে গেল। সৌজন্যে নাসা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা একটি উপগ্রহ চিত্র প্রকাশ করেছে। যা পুরো ভারত সহ ভারতের লাগোয়া অংশকে স্পষ্ট করছে।

সেখানেই দেখা গেছে উত্তর ভারতে ক্রমশ ছড়িয়ে পড়ছে বিষ বায়ুর আস্তরণ। দিল্লিতে যে বায়ু দূষণ চরম পর্যায় ছুঁয়েছে তা সকলের জানা। সেখানে বাতাসে বিষ।

এক চিকিৎসক তো আগাম সতর্ক করে জানিয়েছেন যে বিষাক্ত বাতাস দিল্লি ও তার আশপাশে ছড়াচ্ছে তা যে কোনও সময়ে হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণ হতে পারে। দিল্লির বাতাস এতটাই ভয়ংকর অবস্থায় পৌঁছে গেছে।

শুধু দিল্লি বলেই নয়, ক্রমে এই দূষিত বাতাস ছড়িয়ে পড়ছে উত্তর ভারতের একটা বড় অংশে। নাসার উপগ্রহ চিত্র সেটাই স্পষ্ট করে দিয়েছে। দেখিয়ে দিয়েছে দিল্লি বলেই নয় উত্তর ভারতের একটা বড় অংশের ওপর বিরাজ করছে এই দূষণ দানব। যা ক্রমশ আরও বিস্তার লাভ করছে।

আর সেখানেই অশনিসংকেত দেখছেন বিশেষজ্ঞেরা। ছবিতে স্পষ্ট একটা বড় অংশ জুড়ে ধোঁয়াশা নজর কেড়েছে। এ থেকে কীভাবে মুক্তি পাওয়া সম্ভব তার উপায় বার করাই এখন বিশেষজ্ঞদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

দিল্লি ও দিল্লির ধারেকাছের বিস্তীর্ণ অঞ্চলকে দ্রুত এই পরিস্থিতি থেকে বার না করতে পারলে সেখানকার মানুষের জন্য বিপদ বাড়বে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: NASA

Recent Posts