SciTech

মহাবিশ্বের এক রঙিন জগতের খোঁজ দিল নাসা

এ এক রঙিন জগত। যা দেখে চোখ ফেরানো মুশকিল। সেটাই এবার দেখতে পেল নাসা। এই মহাজাগতিক বিস্ময় মুগ্ধ করেছে অনেক বিজ্ঞানীকে।

Published by
News Desk

মহাবিশ্বে এমন অগুনতি বিস্ময় অপেক্ষা করছে যার সম্বন্ধে মানুষের এখনও কোনও ধারনা নেই। তবে বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নতির হাত ধরে এখন নাসা সহ বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীরা মহাবিশ্বের বহু দূরের ঘটনাও স্বচক্ষে দেখার সুযোগ পাচ্ছেন।

নাসার হাবল স্পেস টেলিস্কোপ এমন এক টেলিস্কোপ যা বহু বহু দূরের অনেক বিস্ময়ের ছবি তুলে ফেলছে। তারপর তা পাঠিয়ে দিচ্ছে বিজ্ঞানীদের কাছে।

এমনই এক ছবি কার্যত বিজ্ঞানীদের বাকরুদ্ধ করে দিয়েছে। এক অপরূপ নক্ষত্রপুঞ্জ। পৃথিবী থেকে যা রয়েছে ৭ হাজার ২০০ আলোকবর্ষ দূরে।

৭ হাজার ২০০ বছর আগে সেখানে যা হয়েছিল তা এখন হাবলের লেন্সে ধরা পড়েছে। আর যা ধরা পড়েছে তা হল নতুন জন্ম নেওয়া তারাদের একটা ঝাঁক। যা একসঙ্গে মিলে এমন এক মুগ্ধ করা দৃশ্য তৈরি করেছে যা এখন নাসা ভাগ করে নিয়েছে সকলের সঙ্গে।

নাসা সোশ্যাল সাইটে প্রকাশ করেছে সেই ছবি। বলা হচ্ছে এই নক্ষত্রপুঞ্জ এমন এক নক্ষত্রপুঞ্জ যা যেদিন শেষ হবে সেদিন এক ভয়ংকর সুপারনোভা হবে। বিজ্ঞানীরা এই নক্ষত্রপুঞ্জের নাম দিয়েছেন অ্যাকুইলা।

হাবল এর আগেও নানা বিস্ময়কর মহাজাগতিক ঘটনার ছবি তুলে এনেছে। এই অ্যাকুইলা সেই তালিকায় নতুন সংযোজন। যা মহাকাশ বিজ্ঞানকে আরও নতুন অনেক তথ্য সরবরাহ করল। আগামী দিনে এই তথ্য বিজ্ঞানীদের গবেষণায় নানাভাবে সাহায্য করতে চলেছে।

Share
Published by
News Desk
Tags: NASA