শিল্পীর কল্পনায় বৃহস্পতির উপগ্রহ ইউরোপা, ছবি – সৌজন্যে – নাসা ডট গভ
পৃথিবীর যেমন একটি উপগ্রহ রয়েছে চাঁদ, সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির কিন্তু কেবল একটা উপগ্রহ নেই। বৃহস্পতির সেই একাধিক উপগ্রহের একটি হল ইউরোপা। এই ইউরোপা চিরদিনই বিজ্ঞানীদের মনে একটা প্রশ্ন রেখে দিয়েছিল। ইউরোপা বৃহস্পতির এমন এক উপগ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব থাকাটা অস্বাভাবিক নয় বলেই মনে করে এসেছেন বিজ্ঞানীরা।
ইউরোপার উপরিস্তর পুরোটাই বরফে ঢাকা। যেখানে এই বরফের নিচে একটি জলের ভাণ্ডার লুকিয়ে আছে বলে মনে করেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের ধারনা এই বরফের চাদরের তলায় রয়েছে জলের এক সমুদ্র। যার তলদেশে রয়েছে পাথুরে জমি। কিন্তু বিজ্ঞানীরা এটা পরিস্কার হয়ে উঠতে পারেননি যে সেই সমুদ্রের জলে প্রাণ সৃষ্টির উপাদান মজুত রয়েছে কিনা। বিশেষ করে কার্বন কণা।
এবার অতি শক্তিশালী টেলিস্কোপ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এক বিরল খোঁজ দিল ইউরোপা সম্বন্ধে। জেমস ওয়েবের পাঠানো তথ্য জানাচ্ছে ইউরোপার একটি অংশ যা ‘টারা রেজিও’ নামে পরিচিত, সেখানে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড রয়েছে।
এই খোঁজ অবশ্যই কার্বন আছে কিনা সে প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। ইউরোপায় যদি সত্যিই কার্বনের যথেষ্ট উপস্থিতি পাওয়া যায় তাহলে কিন্তু সেখানে প্রাণের অস্তিত্বের ভাবনা অস্বাভাবিক কিছু নয়।
মঙ্গলগ্রহে আগে প্রাণের অস্তিত্ব ছিল বলে ধারনা ক্রমশ শক্তিশালী হচ্ছে সেখান থেকে সংগ্রহ করা তথ্যের ওপর ভিত্তি করে। এবার বৃহস্পতির একটি চাঁদ ইউরোপাতেই সেই সম্ভাবনার আলো দেখা শুরু করে দিলেন বিজ্ঞানীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা