National

রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার, প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ

Published by
News Desk

রবিবার ছিল বিশ্ব নারী দিবস। এই দিনটিকে সামনে রেখে নারী শক্তি সম্মান দেওয়া হল ১৫ জন কৃতী নারীকে। যারমধ্যে ১ জনের বয়স ১০৩ বছর। রবিবার সকালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁদের হাতে নারী শক্তি সম্মান তুলে দেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃতী নারীদের বেছে নেওয়া হয়েছিল এই পুরস্কারের জন্য। রাষ্ট্রপতির হাত থেকে এই বিরল সম্মান অর্জন করে আপ্লুত তাঁরা। তাও আবার নারী দিবসে।

রাষ্ট্রপতির কাছ থেকে সম্মান হাতে পাওয়ার আনন্দ তো ছিলই। সেইসঙ্গে তাঁদের জন্য এদিন অপেক্ষা করছিল আরও এক চমক। পুরস্কার পাওয়ার পর নারী শক্তি সম্মান প্রাপকরা হাজির হন প্রধানমন্ত্রীর বাসভবনে। ৭ নম্বর লোক কল্যাণ মার্গ-এর ওই বাড়িতে প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে কথা বলেন। রবিবার কথা বলার সময় প্রধানমন্ত্রীর ২ পাশে ছিলেন তাঁরই দলের ২ সাংসদ তথা মন্ত্রী স্মৃতি ইরানি ও দেবশ্রী চৌধুরী। কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের মন্ত্রী হলেন স্মৃতি ইরানি। দেবশ্রী চৌধুরী হলেন ওই মন্ত্রকের প্রতিমন্ত্রী।

প্রধানমন্ত্রী এদিন নারী শক্তি সম্মান প্রাপকদের সম্বন্ধে জানতে চান। তাঁদের সঙ্গে কথাবার্তা বলেন। সকলে তাঁদের ভাবনা ও কৃতিত্বের বিষয়ে প্রধানমন্ত্রীকে জানান। প্রধানমন্ত্রী সব শোনেন। পরামর্শ দেন। তাঁদের উৎসাহ দেন। অভিনন্দন জানান। ফলে এই পুরস্কার প্রাপকদের জন্য রবিবার দিনটা একটা অন্যতম স্মৃতি হয়ে রইল। এদিন প্রধানমন্ত্রী নারীদের সম্মান জানিয়ে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ৭ জন মহিলার হাতে সঁপে দেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts