National

খাদি একটা পোশাক নয়, একটা আন্দোলন, বললেন প্রধানমন্ত্রী

Published by
News Desk

খাদি কেবল একটি পোশাক নয়, খাদি একটা আন্দোলন। যা এগিয়ে নিয়ে যাওয়া জরুরি। এদিন তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত-এ এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মন কি বাত তার ৩ বছর পূর্ণ করল। ৩৬ তম এই রেডিও বার্তায় প্রধানমন্ত্রী এদিন খাদির পাশাপাশি দেশ জুড়ে স্বচ্ছতার উদ্যোগ নিয়েও সন্তোষ প্রকাশ করে বলেন এই উদ্যোগকেও এগিয়ে নিয়ে যেতে হবে। কাশ্মীরের বিখ্যাত ডাল লেকের ১২ হাজার কেজি আবর্জনা সাফ করা বিলাল দারকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি বলেন, তিনি এই অনুষ্ঠান দিয়ে শুধু নিজের কথাই দেশবাসীকে শোনাচ্ছেন না, নানা পথে তাঁর কাছে যেসব বিষয় দেশবাসী তুলে ধরেন, সেসব কথা মাথায় রেখেই তিনি মন কি বাতের বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানে কোনও রাজনৈতিক বার্তা তিনি দেন না।

সমালোচকদের জবাব দেওয়ার পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী দেশবাসীকে জানান, অতুল্য ভারত ক্যাম্পেনের জন্য কেউ চাইলে তাঁর এলাকার সম্ভাব্য পর্যটনস্থলের ছবি তুলে পাঠাতে পারেন। সরকার তা বিবেচনা করবে।

Share
Published by
News Desk