Categories: World

লন্ডনের ভোটেও ট্রাম্প কার্ড মোদী

Published by
News Desk

লন্ডনের মেয়র নির্বাচনে বড় ফ্যাক্টর নরেন্দ্র মোদী। শহরের হিন্দু ও শিখ ভোটকে বাক্সবন্দি করতে কনজারভেটিভ প্রার্থী জাক গোল্ডস্মিথের তুরুপের তাস এখন ভারতের প্রধানমন্ত্রী। লন্ডনের মেয়র হওয়ার দৌড়ে খাতায় কলমে এগিয়ে রয়েছেন পাক বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সাদিক খান। লেবার পার্টির এই সাংসদ এবার সব ওপিনিয়ন পোলেই এগিয়ে। তাঁকে টক্কর দিচ্ছেন গোল্ডস্মিথ। লন্ডনের একটা বড় ভোটার হিন্দু ও শিখ। সেই ভোটব্যাঙ্কটা দখলে রাখতে পারলে সাদিককে লড়াই দেওয়াটা গোল্ডস্মিথের জন্য অনেকটাই সহজ হবে। সেকথা মাথায় রেখেই প্রচারে মোদী অস্ত্রে শান দিয়ে এসেছেন কনজারভেটিভ প্রার্থী। বৃহস্পতিবার ভোটগ্রহণের পরই জানা যাবে মোদী ম্যাজিক দেশের সীমা ছাড়িয়ে বিগ বেনকে দুলিয়ে দিতে পারল কিনা।

Share
Published by
News Desk

Recent Posts