
অনেক দেরী হল মুখ খুলতে। তবে অবশেষে মুখ খুললেন। কড়া সমালোচনাও করলেন। এদিন গুজরাটের সবরমতি আশ্রমে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোরক্ষার নামে মানুষকে নিগ্রহ বা খুনের কড়া সমালোচনা করেন। বলেন, গোরক্ষার নাম করে মানুষ খুন গান্ধীজিও মেনে নিতেন না। আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই বলে গোরক্ষকদের বার্তা দেন তিনি।
এমনিতেই একের পর এক গোরক্ষকদের তাণ্ডবের পর দেশের সাধারণ মানুষ পথে নেমেছেন। বিভিন্ন শহরে ‘নট ইন মাই নেম’ লেখা পোস্টার হাতে আমজনতার প্রতিবাদ শুরু হয়েছে। এভাবে সমাজের সবস্তরের মানুষের প্রতিবাদ যে কিছুটা হলেও মোদী সরকারের কপালে ঘামের বিন্দুর জন্ম দিয়েছে তা এদিন তড়িঘড়ি প্রধানমন্ত্রীর সমালোচনা থেকেই স্পষ্ট বলে মনে করছেন অনেকে। কারণ এতদিন সব দেখেও কেন্দ্রের কোনও মন্ত্রী মুখ খোলেননি। এদিন খুললেন স্বয়ং মোদী। এমনকি যে প্রধানমন্ত্রী যে কোনও বিষয়ে ট্যুইট করতে পছন্দ করেন। যাঁর সোশ্যাল সাইট প্রীতি মার্কিন প্রেসিডেন্টেরও জানা। সেই নরেন্দ্র মোদীর দেশ জুড়ে দিনের পর দিন গোরক্ষার নামে তাণ্ডবের পরও একটাও ট্যুইট না করা সকলেরই নজর কেড়েছিল। শুরু হয়েছিল কানাঘুষোও।













