World

মোদী-ট্রাম্পের কাছাকাছি আসায় রাগে গর্জাচ্ছে চিন

Published by
News Desk

আমেরিকা ভারতকে ভূতাত্ত্বিক ফাঁদে ফেলার চেষ্টা করছে। এতে ভারতের কোনও লাভ হবে না। চিনকে সামলাতে আমেরিকা ভারতকে কোনও সাহায্যই করবে না। এদিন চিনা মিডিয়া কার্যত এই ভাষাতেই ভারতকে হুঁশিয়ার করেছে। বিশেষজ্ঞদের ধারণা, ভারত-আমেরিকার কাছাকাছি আসা ক্রমশ চিনের চাপ বাড়াচ্ছে। ফলে এভাবে গর্জাচ্ছে তারা। সোমবার রাতে হোয়াইট হাউসে নৈশভোজে আমন্ত্রিত ছিলেন মোদী। সেখানে সপরিবারে মোদীকে স্বাগত জানান ট্রাম্প। ঘুরিয়ে দেখান গোটা হোয়াইট হাউস। পরে ট্রাম্পকে সপরিবারে ভারতে আসার আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। যা ট্রাম্প গ্রহণও করেন। কথা দেন সকলকে নিয়ে ভারতে আসবেন। ট্রাম্পপত্নি মেলানিয়া ট্রাম্প মোদীর সঙ্গে ছবিও ট্যুইটে পোস্ট করেন। পাশাপাশি ট্রাম্প কন্যা ইভাঙ্কা ট্রাম্পও মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে আমন্ত্রণের জন্য তাঁকে ধন্যবাদ জানান। সব মিলিয়ে মার্কিন মুলুকে একসময়ে পা রাখায় নিষেধাজ্ঞা থাকা নরেন্দ্র মোদী এদিন শুধু ভারতের সঙ্গে মার্কিন সম্পর্কের বন্ধনটাই শক্ত করলেন না, সেই সঙ্গে ট্রাম্প পরিবারেরও মন জয় করে নিলেন। মঙ্গলবার দুদিনের মার্কিন সফর সেরে এবার নেদারল্যান্ডসের পথে পাড়ি দিলেন মোদী। সেখান থেকে ভারতে ফিরবেন তিনি।

 

Share
Published by
News Desk