National

মন কি বাত-এ ইদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

Published by
News Desk

সোমবার ইদ। তার আগে রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত-এ ইদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইদের থেকে উৎসাহ নিয়ে দেশে খুশির বাতাবরণ সৃষ্টি করতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যাতে হবে। ইদের পাশাপাশি এদিন রথযাত্রা উপলক্ষেও দেশবাসীকে শুভেচ্ছা জানান তিনি। ইসরোর পর পর সাফল্যকে কুর্নিশ জানাতেও ভোলেননি প্রধানমন্ত্রী। অন্যদিকে দেশবাসীকে আহ্বান জানিয়ে মোদী বলেন, অনুষ্ঠানে ফুলের তোড়া না দিয়ে এবার থেকে উপহার হিসাবে খাদি দিন। স্বচ্ছ ভারত নিয়েও প্রতিবারের মত এবারও সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

 

Share
Published by
News Desk