National

কোচি মেট্রোর ফিতে কেটে প্রথম সফরে প্রধানমন্ত্রী

Published by
News Desk

কেরালার কোচিতে মেট্রো পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার বেলা ১১টায় ফিতে কেটে মেট্রোর উদ্বোধন করেন তিনি। নিজে মেট্রোয় সফরও করেন। সঙ্গে ছিলেন কেরালার রাজ্যপাল পি সাথাশিবম, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, কেন্দ্রীয়মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু, মেট্রো ম্যান বলে পরিচিত ই শ্রীধরণ সহ রেলের উচ্চপদস্থ কর্তারা। কোচি মেট্রোর এটি প্রথম পর্যায়। ১৩.২ কিলোমিটার পথ অতিক্রম করবে মেট্রো। ধাপে ধাপে মোট ২৫ কিলোমিটার পথ শেষ হবে। আপাতত পালারিভাত্তম থেকে আলুভা পর্যন্ত চলবে মেট্রো। কোচি মেট্রোই প্রথম কোনও সরকারি উদ্যোগ হতে চলেছে যেখানে উভলিঙ্গদের চাকরি হবে। তাছাড়া এই মেট্রোয় সর্বাধিক সৌরবিদ্যুৎ ব্যবহার হবে। প্রয়োজনের প্রায় ২৫ শতাংশ সৌরবিদ্যুতে কাজ সারবেন মেট্রো কর্তৃপক্ষ। এদিন সন্ধেয় বেঙ্গালুরুতে মেট্রোর কাজের উদ্বোধন করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

 

Share
Published by
News Desk