National

রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভাল করাই মোদীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ, মনে করছেন বিশেষজ্ঞেরা

Published by
News Desk

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ও ভারতে আরও বেশি পরিমাণে লগ্নির আহ্বান জানাতে ৬ দিনের ৪ ইউরোপীয় দেশের সফরে সোমবার জার্মানি পাড়ি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বার্লিনে তিনি জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল-এর সঙ্গে ২ দেশের সম্পর্কে নবদিগন্ত খোলার বিষয়ে কথা বলবেন। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের উন্নতি নিয়েও কথা হবে। জার্মানি ছাড়াও ফ্রান্স, স্পেন ও রাশিয়ায় যাবেন প্রধানমন্ত্রী। কথা বলবেন সেখানকার রাষ্ট্রনেতাদের সঙ্গে। ফ্রান্সের নতুন রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে ভারতের সঙ্গে সে দেশের সম্পর্কের নতুন রূপরেখা তৈরি করবেন মোদী।

তবে এবারের সফরে সবচেয়ে বড় দিক রাশিয়ার সঙ্গে ফের সুসম্পর্ক ফেরানো। সেটাই এখন মোদীর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপাতত সেদিকেই চেয়ে বিশেষজ্ঞেরা। কারণ ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক চিরকালই ভাল। কিন্তু শেষ কয়েক বছরে সেই সুসম্পর্কে ভাটা পড়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। এবার প্রধানমন্ত্রীর সফর রাশিয়ার সঙ্গে ভারতের সেই পুরনো সম্পর্কের উত্তাপ ফিরিয়ে আনতে পারে কিনা সেদিকে চেয়ে অনেকেই।

Share
Published by
News Desk