National

তিন তালাকের অভিশাপ থেকে মেয়েদের মুক্ত করুন, মুসলিম সমাজকে আহ্বান প্রধানমন্ত্রীর

Published by
News Desk

মুসলিম মেয়েদের সঙ্গে যে ঘটনা ঘটছে তা মেনে নেবেন না। এগিয়ে আসুন। মুসলিম মেয়েদের সঙ্গে ঘটা তিন তালাকের কুপ্রভাব থেকে তাঁদের বার করে আনা জরুরি। তিন তালাক নিয়ে রাজনীতি হতে দেবেন না। একে রাজনীতির বিষয় হয়ে উঠতেও দেবেন না। শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে গিয়ে মুসলিম সমাজের কাছে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুসলিম সমাজের সংস্কারমুখী মানুষজনকে এক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের উচিত নিজেদের মেয়েদের দুঃখ বোঝা। তাঁদের এই যন্ত্রণা থেকে বার করে আনা। শুধু এগিয়ে আসাই নয়, তিন তালাক থেকে মুসলিম মহিলাদের উদ্ধার করতে মুসলিম সমাজের প্রথিতযশা মানুষজনকে লড়াই চালানোরও আহ্বান জানান তিনি।

 

Share
Published by
News Desk