National

মেট্রো রেলে চড়ে অক্ষরধামে মোদী-টার্নবুল, সফরে সেলফিতে মজে ২ প্রধানমন্ত্রী

Published by
News Desk

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলকে দিল্লি মেট্রোয় চড়িয়ে অক্ষরধাম মন্দিরে ঘুরতে নিয়ে গেলেন নরেন্দ্র মোদী। মান্ডি হাউস স্টেশন থেকে দুজনে ট্রেনে চাপেন। দিল্লি মেট্রোর সিটে পাশাপাশি বসে ২ প্রধানমন্ত্রীই ছিলেন খোশমেজাজে। বোধহয় ভারতের প্রধানমন্ত্রীর সেলফি ভালবাসা তাঁর জানা, তাই টার্নবুল পর পর সেলফি তুলে গেলেন নিজেদের। পোস্টও করলেন ট্যুইটারে। ২ প্রধানমন্ত্রীই ছিলেন হাসিখুশি।

এদিকে আচমকা স্টেশনে ২ রাষ্ট্রপ্রধানকে দেখে থতমত খেয়ে যান যাত্রীরা। ‌অক্ষরধাম মন্দিরে ঘোরার সময় মোদী নিজে টার্নবুলকে মন্দিরের ইতিহাস ও মাহাত্ম্য বুঝিয়ে বলেন। ব্যাটারি চালিত গাড়িতে মন্দির চত্বর ঘুরে দেখেন দুই প্রধানমন্ত্রী।

(প্রধানমন্ত্রী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর ছবি – সৌজন্যে – ট্যুইটার – নরেন্দ্র মোদী)

Share
Published by
News Desk